ISF Meeting: ধর্মতলায় ISF-এর সভার অনুমতি খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জানুয়ারি সভা করতে পারবে না ISF. সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে শুক্রবার একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন আদালতের তরফে জানানো হয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করে সভার স্থান ঠিক করতে হবে ISFকে।

২১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল ISF. সেই আবেদন খারিজ হলে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বৃহস্পতিবার সেই মামলার রায়ে ISFকে ওই জায়গায় সভা করার অনুমতি দিলেও একগুচ্ছ শর্ত দিয়েছিল আদালত। আদালত জানিয়েছিল, ১০০০ এর বেশি লোক নিয়ে সভা করতে পারবে না ISF. ২০টি বেশি গাড়ি ব্যবহার করতে পারবে না তারা। ২০ ফুটের বেশি মঞ্চ বাঁধতে পারবে না।

এদিন আদালতে ফের ISF-এর সভার জেরে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করে রাজ্য। সঙ্গে জানায় রবিবার শহরের গুরুত্বপূর্ণ স্থানে ওই সভা হলে যানজটের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ওই দিন ওই দিন ওই পথে ভিনটেজ কার ব়্যালি ও একটি রাজনৈতিক দলের মিছিল রয়েছে।

পালটা ISF-এর তরফে সওয়াল করে বলা হয়, তারা আদালতের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলবে। কিন্তু তাতে আশ্বস্ত হয়নি ডিভিশন বেঞ্চ। সভার অনুমতি খারিজ করে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, রাজ্যের ঠিক করে দেওয়া জায়গাতেই সভা করতে হবে ISFকে। রাজ্যের সঙ্গে আলোচনা করে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। রাস্তা আটকে কোনও সবা করা চলবে না। আইনশৃঙ্খলায় নজর রাখবে পুলিশ।