Suvendu vs Mamata: পশ্চিমবঙ্গে কত গ্রাম হিন্দু-শূন্য হয়েছে মমতার জমানায়? বিস্ফোরক দাবি শুভেন্দুর

পশ্চিমবঙ্গে গ্রামের পর গ্রাম হিন্দুশূন্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে দলীয় সভা থেকে এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পলাতক তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানও এই কাজে যুক্ত বলে মন্তব্য করেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পয়লা জানুয়ারি আমি বসিরহাটে গেছিলাম। ওখানেও মাঠ দেয়নি। রেলের মাঠে করেছি। আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম। সমস্ত হিন্দুদের কাছ থেকে ১৪২ বিঘা জমি জোর করে নিয়েছে। এই শাহজাহান সন্দেশখালি – হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দুশূন্য করেছে। কবে জাগবেন? ঘুমাচ্ছেন তো আপনারা। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ৯ হাজার গ্রাম হিন্দুশূন্য করেছে এই চোর মমতা আর তার চোর বাহিনীরা’।

মুসলিমদের উদ্দেশে শুভেন্দুবাবু বলেন, ‘মুসলমান ভাই – বন্ধুদের আমি বলব, লাইন দিয়ে ভোট দিয়েছিলেন মমতাকে। ২০২১ সালে ১০০টা মুসলমান ভোটের ৯১টা পেয়েছে চোর মমতা। ভয় দেখিয়েছিল NRC-র। ভয় দেখিয়েছিল, বিজেপি এলে তাড়িয়ে দেবে আপনাদের। বলুন তো, ১৮টা রাজ্যে NDAর সরকার। একটা মুসলমানকে তাড়িয়েছে।

শুনে রাখুন সংখ্যালঘু ভাইরা। ডায়মন্ড হারবারে ৩৮ শতাংশ মুসলিম ভোটার। তাই ভাইপো ওখানে দাঁড়ায়। আপনাদের টুপি পরানোর জন্য। আপনি বলুন, ২১ সালে ভোট দেওয়ার পরে কী কী পেয়েছেন। বাগনানের আমতায় আনিস খানকে ধাক্কা দিয়ে খুন করেছে। তার পর রামপুরহাটের বগটুইয়ে মুসলিম মহিলা ও শিশুদের। আমডাঙার বিস্ফোরণ মমতা যায়নি, আমি গেছি। এখানেও জয়নগরে ISF-CPM করেন বলে গোটা গ্রাম ভেঙে তছনছ করেছে’।

এদিন তৃণমূল পন্থী মুসলিমদের ভণ্ড বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন, ‘আগে দক্ষিণ ২৪ পরগনাকে জাগতে হবে। এই জেলায় গ্রামের পর গ্রাম, বিশেষ করে আমাদের দলিত ও হিন্দু সম্প্রদায়কে কিছু গুন্ডা – মস্তান পুলিশের সাহায্য নিয়ে বন্দুকের সাহায্যে এই জেলাকে মুক্তাঞ্চলে পরিণত করেছে। সব মুসলিম খারাপ নয়। রাষ্ট্রবাদী মুসলিম যারা, তারা আমাদের সাথে আছে, আমরা বিশ্বাস করি। আর এরা কারা? এরা হল, ঘুষ খায়, সুদ খায়, জুয়া খেলে, সুরা পান করে, নমাজ পড়ে না, ধর্ম মানে না, নামটা মুসলিম, আর পুলিশকে সঙ্গে নিয়ে মমতার লেঠেল হিসাবে সব ভোট চুরি করে’।