ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাট শহরের দেওয়ানপাড়ার মরিয়ম ছাত্রাবাস থেকে দীপংকর রায় নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ছাত্রাবাসের সিলিং ফ্যান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দীপংকর রায় (১৯) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই গ্রামের দয়াল চন্দ্র রায়ের ছেলে ও জয়পুরহাট সরকারি কলেজের এইচএসসির বিজ্ঞান বিভাগের ছাত্র। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবীর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেওয়ানপাড়ার মরিয়ম ছাত্রাবাসে দীপংকর রায় থাকতেন। রবিবার দুপুরের পর থেকে নিজ কক্ষের দরজা না খোলায় সহপাঠীরা দেখতে যান। তারা দরজা খুলে গলায় গামছা পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে পুলিশকে জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মরিয়ম ছাত্রাবাসের ছাত্র শিবনাথ রায় বলেন, আমরা একসঙ্গে থাকতাম। রবিবার দুপুরের পর থেকে রুমের দরজা বন্ধ ছিল। বিকালে কয়েকজন মিলে দরজা খুলে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখি। খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি হুমায়ুন কবীর বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। এখনও কোনও অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।