Pakistan beat New Zealand in 5th T20, lost series by 4-1, know details

ক্রাইস্টচার্চ: সিরিজ আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল। রবিবার পাকিস্তান দলের সামনে ছিল সম্মানরক্ষার লড়াই (PAK vs NZ)। সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারিয়ে দিল পাকিস্তান। যদিও টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজ়িল্যান্ড। ৪-১ ব্যবধানে।

ক্রাইস্টচার্চে শেষ ম্যাচে ৪২ রানে জিতল পাকিস্তান। প্রথমে ব্য়াট করে পাকিস্তান তুলেছিল ১৩৪/৮। জবাবে মাত্র ৯২ রানে শেষ হয়ে গেল নিউজ়িল্যান্ড (New Zealand Cricket Team)।

বল হাতে জ্বলে উঠলেন অনিয়মিত স্পিনার ইফতিকার আমেদ। ২৪ রানে ৩ উইকেট নিলেন অফস্পিনার। কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ডারিল মিচেলদের অনুপস্থিতিতে ঘূর্ণির বিরুদ্ধে বিপাকে পড়লেন কিউয়ি ব্য়াটাররা। একমাত্র ফিন অ্যালেন (২২) ও গ্লেন ফিলিপ্স (২৬) ছাড়া নিউজ়িল্যান্ডের আর কোনও ব্যাটারই কুড়ি পেরতে পারেননি।                                            

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ১৩৪/৮ তোলে পাকিস্তান। মহম্মদ রিজ়ওয়ান সর্বোচ্চ ৩৮ বলে ৩৮ রান করেন। তবে ব্যাটে ঝড় তুললেন ফখর জামান। ১৬ বলে ৩৩ রান করলেন। ৬ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন আব্বাস আফ্রিদি।                                                           

 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউজ়িল্যান্ড। পুরো ২০ ওভার ব্যাটও করতে পারেনি তারা। মাত্র ১৭.২ ওভারে ৯২ রানে অল আউট হয়ে যায়। দুটি করে উইকেট মহম্মদ নওয়াজ ও শাহিন শাহ আফ্রিদির।                              

 

আরও পড়ুন: উধাও শোয়েব, সানিয়ার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু পুত্র ইজহানের ছবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন