Plane Crash Latest Update: আফগানিস্তানে প্লেন দুর্ঘটনায় রক্ষা পেলেন চারজন, বাকিরা কোথায়?

আফগানিস্তানে বিমান ভেঙে পড়ার ঘটনায় চারজন কোনওরকমে রক্ষা পেয়েছেন। তবে দুজনের কী হয়েছে সেটা পরিষ্কার নয়। রবিবার রাশিয়ার বিমান নিয়ন্ত্রক এজেন্সি রোসা ভিয়াতসিয়া একথা জানিয়েছে।

সূত্রের খবর আফগানিস্তানের আকাশে একটা রাশিয়ায় নথিভুক্ত হওয়া ভাড়া করা বিমান আচমকাই উধাও হয়ে যায়। এদিকে রাশিয়ার বিমান পরিবহণ মন্ত্রক জানায় আফগান পুলিশ তাদের জানিয়েছে বিমান ভেঙে পড়ার ঘটনার বিষয়টি তারা জানতে পেরেছেন।

এদিকে বিমানটি ভারতীয় বলে প্রথম দিকে দাবি করা হয়েছিল। তবে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এই দুর্ঘটনা নিয়ে এক বিবৃতি জারি করে বলেছে, আফগানিস্তানের পাহাড়ে ভেঙে পড়া বিমানটি ভারতীয় নয়। এই নিয়ে বিবৃতি জারি করেছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনও। তারা জানিয়েছে, ডিসি ১০ মডেলের যে ছোট বিমানটি আফগানিস্তানের পাহাড়ে ভেঙে পড়ে, সেটি মরোক্কোতে রেজিস্টার করানো।

রুশ অসামরিক পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে রাশিয়া যাত্রা করা একটি বিমানের সঙ্গে শনিবার সন্ধ্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই বিমানটি নাকি আবার রাশিয়ায় রেজিস্টার্ড। বিমানটি ফ্রান্সে তৈরি দাসোঁ ফ্যালকন ১০ জেট। সেই বিমানে নাকি ৬ জন যাত্রী ছিলেন। ভারত থেকে উজবেকিস্তানের ওপর দিয়ে সেই বিমানটি মস্কো যাচ্ছিল বলে জানিয়েছে রাশিয়ার সরকার।

রবিবার সকালে বাদাখশানের ওয়াখান অঞ্চলে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি। বাদাখশান প্রদেশের তালিবানের তথ্য ও সংস্কৃতির দফতরের প্রধান জাবিউল্লাহ আমিরি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।