WB Holiday Chances on 22nd January: ‘রামমন্দির উদ্বোধনে শুভেচ্ছা…’, বললেন ফিরহাদ, ২২ তারিখ বাংলাতেও থাকবে ছুটি?

রামমন্দির উপলক্ষে প্রায় গোটা দেশেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি সংস্থাতেও ছুটি ঘোষণা করা হয়েছে। একাধিক রাজ্য সরকার ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। এমনকী সেদিন দিল্লির এইমস-এর মতো হাসপাতাল আর্ধেক দিন বন্ধ থাকবে। বন্ধ থাকবে শেয়ার বাজারের লেনদেন। রিলায়্যান্সের মতো বেসরকারি সংস্থাও ছুটি ঘোষণা করেছে ২২ তারিখ। এই আবহে বাংলাতেও সেদিন ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত অবশ্য নেয়নি রাজ্য সরকার। বরং ২২ তারিখ শহরে সংহতি মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সবের মাঝেই ২২ তারিখে ছুটির সম্ভাবনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। (আরও পড়ুন: ‘রামমন্দিরের প্রসাদ’ বিকোচ্ছে অ্যামাজনে! এতেই বিপাকে পড়ল ই-কমার্স সংস্থা)

আরও পড়ুন: ‘মমতার অনুপ্রেরণায়’ কলকাতা পুরসভার নাম বদলের দাবি কাউন্সিলরের, কী বললেন ফিরহাদ?

শনিবার ফিরহাদ বলেন, ‘মন্দিরের উদ্বোধনকারীদের শুভেচ্ছা জানাতে চাই। তবে মন্দির নিয়ে বাংলার সাধারণ মানুষের মধ্যে সেই ধরনের উন্মাদনা নেই। দেশের কোথাও না কোথাও প্রতি দিন মন্দির, মসজিদ, গির্জার উদ্বোধন হচ্ছে। এর অর্থ কি সেই সব দিনগুলিতে ছুটি দিতে হবে?’ উল্লেখ্য, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, গোয়া সহ একাধিক রাজ্যের সরকার ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে রামমন্দির উদ্বোধনের দিন। সেদিন আধা দিন ছুটি থাকবে দিল্লিতেও। এমনকী বাংলার পড়শি রাজ্য সিকিম এবং ওড়িশাতেও সেদিন ছুটি থাকবে। এদিকে হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসমে সেদিন মদের দোকান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। তবে বাংলায় সেই সবের বালাই থাকবে না বলেই জানা যাচ্ছে আপাতত। তবে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, সোমবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর কারণে ২৩ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে। তারপর প্রজাতন্ত্র দিবসেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এদিকে মহারাষ্ট্র সরকার ছুটি ঘোষণা করায় ২২ জানুয়ারি শেয়ার বাজারও বন্ধ থাকবে। এদিকে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে শুক্রবার জানানো হয়, ২২ জানুয়ারি বৈদেশিক মুদ্রা, বন্ড ও মানি মার্কেটে কোনও লেনদেন হবে না। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নং ধারার আওতায় এই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রথমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, ফরেন এক্সচেঞ্জ, বন্ড, সুদের হার এবং কারেন্সি ডেরিভেটিভ, কল মানি, কমার্শিয়াল পেপারের ট্রেড করা হবে ২২ তারিখ। তবে কেন্দ্রীয় সরকারের অর্ধদিবস ছুটি ঘোষণার জেরে এই লেনদেন হবে শুধুমাত্র দুপুর আড়ইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে শুক্র সন্ধ্যায় নয়া নির্দেশিকা জারি করে পূর্ণ দিবস ছুটির ঘোষণা করে আরবিআই।

এদিকে আগামী ২২ জানুয়ারি দেশের ব্যাঙ্ক, বিমা অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ২২ জানুয়ারি সব রাজ্যের ব্যাঙ্কগুলিতে অর্ধদিবস ছুটি থাকবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সোমবার সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাঙ্কে অর্ধদিবস ছুটি পালন করা হবে। অর্থাৎ দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্ক-সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থা বন্ধ থাকবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি নির্দেশিকায় বলা হয়েছে, ‘কর্মীরা যাতে রামালাল্লার প্রাণপ্রতিষ্ঠা দিবস উদযাপন করতে পারেন, সেজন্য ২২ জানুয়ারি দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা, রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রামীণ ব্যাঙ্কে অর্ধদিবস ছুটি থাকবে।’ এর আগে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফ থেকে এক সার্কুলার জারি করে জানানো হয়েছিল, ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান অর্ধদিবস বন্ধ থাকবে।