চীনের ইউনানে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছে আরও অনেকে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসে ৪৭ জন চাপা পড়েছেন। তাদের মধ্য ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে পাহাড়ি এই অঞ্চলটিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ১৮টি পৃথক বাড়িতে চাপা পড়েন তারা। তাদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৬ টার আগে পার্বত্য ইউনান প্রদেশের ঝেনসিয়ং কাউন্টির তাংফাং শহরের নীচে লিয়াংশুই গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ১৮টি পৃথক বাড়িতে চাপা পড়েছেন অনেকে। পরে একে একে ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে ধ্বংসস্তুপের নিচে এখনও আটকে রয়েছেন অনেকে। তাদের খুঁজে বের করার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে উদ্ধারকাজ।

সিনহুয়ার প্রকাশিত ফুটেজে, কমলা রঙের জাম্পস্যুট এবং শক্ত টুপি পরা পুরুষদের ধ্বংস্তুপের ভেতরে থেকে আটকে পড়াদের উদ্ধারে কাজ করতে দেখা গেছে।

ধ্বংসস্তূপের কিছু অংশে এবং এখনও অক্ষত ভবনগুলোতে তুষার জমে ছিল।

ভূমিধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৫০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।