‘মমতার সোডিয়াম, পটাশিয়ামের সমস্যা হচ্ছে’ মাধ্যমিকের সময় বদলে তোপ শুভেন্দুর

এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করেছে শিক্ষা দফতর। সেক্ষেত্রে দুটি বোর্ডের পরীক্ষা দু ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। ১১:৪৫ টার পরিবর্তে এবার পরীক্ষা শুরু হবে ৯:৪৫ টা থেকে। কয়েক দশক পর এই সময়সূচিতে পরিবর্তন করা হল। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সোডিয়াম এবং পটাশিয়ামের গণ্ডগোল হচ্ছে বলে ফের কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। 

আরও পড়ুন: এক মাসের মধ্যে কোর্ট – SDO অফিস চালু করে দেখাক, ধূপগুড়ি মহকুমা নিয়ে শুভেন্দু

শুক্রবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে মেখলিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘এটা একপ্রকার অন্যায় সিদ্ধান্ত।‌‌ স্কুল আধিকারিকরা নিজে থেকে এই সিদ্ধান্ত নেননি। সোডিয়াম, পটাশিয়ামের দোষ থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত।‌ মুকুল রায়ের মতো তিনিও সোডিয়াম পটাশিয়ামের গণ্ডগোলে ভুগছেন।’ শুভেন্দু অধিকারীর মতে, এভাবে শীতের সকালে এই সময় এগিয়ে আনা ঠিক হয়নি। এটা চাপিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আগামী মাসেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে টানা ১০ দিন। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি সোমবার। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, ১৯৯৮ থেকে মাধ্যমিক শুরু হয় বেলা ১২টা থেকে। তার আগে ১০টা থেকেই মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হত। প্রায় ২৬ বছর পর ফের সময়সূচি পরিবর্তন করা হল।

অন্যদিকে, এদিন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। কলকাতায় সরকারি কর্মীদের ডিএ নিয়ে মিছিলকে সমর্থন জানিয়ে তিনি বলেন,  ‘ভারতবর্ষের সব রাজ্য কেন্দ্রীয় হারে ভাতা দিচ্ছে। শুধু এ রাজ্যের কর্মচারীরা বঞ্চিত হচ্ছে। আমরা ও সকল বিজেপি বিধায়করা পাশে আছি। বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করবে সেদিন আর মিছিল করার দরকার হবে না।’  এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেন।