Rooftop Solar System: অযোধ্যা থেকে ফিরেই বিরাট সিদ্ধান্ত মোদীর, শুরু হবে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’

অযোধ্য়া থেকে ফিরেই বিরাট সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অযোধ্য়া থেকে ফিরেই আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হল আমাদের সরকার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার সূচনা করবে। এক কোটি বাড়ির ছাদে সোলার ব্যবস্থা গড়ে তোলা হবে। 

এর মাধ্যমে কী হবে?

মোদী লিখেছেন, এর মাধ্যমে গরিব ও মধ্য়বিত্তের বিদ্যুতের বিল কম হয়ে যাবে। পাশাপাশি শক্তিসম্পদের দিক থেকেও ভারত আত্মনির্ভর হয়ে যাবে।

মোদী লিখেছেন, অযোধ্য়ায় প্রাণ প্রতিষ্ঠার শুভ দিনে আমরা সংকল্প নিয়েছি ভারতবাসীদের ছাদে সোলার রুফটপ সিস্টেম বসানো হবে। 

২২জানুয়ারি রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হল। দলে দলে ভক্তরা জড়ো হয়েছিলেন এই রামমন্দির প্রাঙ্গনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজনেরা গিয়েছিলেন রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন,  ‘রাম ভারতের আস্থা। রাম ভারতের আধার। রাম ভারতের বিচার। রাম ভারতের বিধান। রাম ভারতের চেতনা। রাম ভারতের চিন্তন। রাম ভারতের প্রতিষ্ঠা। রাম ভারতের প্রতাপ। রাম প্রবাহ । রাম নিত্য়তা। রাম নিরন্তরতা। রাম ব্যপক।রাম বিশ্বাস। রাম বিশ্ব আত্মা। এই কারণে রামের প্রতিষ্ঠা যখন হয় তখন শুধু বছর বা শতাব্দী ধরে নয়, তাঁর প্রভাব হাজার বছর ধরে হয়।

তিনি বলেন, রাম আগুন নন, রাম হলে উর্জা। রাম হলেন শক্তি। রাম বিবাদ নয়, রাম সমাধান। রাম শুধু আমাদের নন। রাম সকলের। রাম শুধু বর্তমানের নয়, রাম চিরকালের।

মোদী মনে করিয়ে দেন, রামমন্দির প্রতিষ্ঠার আগে অনেকেই বলতেন আগুন লেগে যাবে। কিন্তু রাম আগুন নন, রাম হলেন শক্তি। মনে করিয়ে দিলেন মোদী।

রামচন্দ্রকে শক্তি বলে আখ্য়া দিয়েছেন মোদী। আর সেই রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার পরেই মোদী ভারতের শক্তিসম্পদের আত্মনির্ভরতার দিশা দেখালেন। ভারতের অন্তত ১ কোটি বাড়ির ছাদের রুফ টপ সোলার প্যানেল বসানোর কথা ঘোষণা করলেন। এর মাধ্যমে বহু গরিব ও মধ্য়বিত্ত মানুষের বিদ্যুতের বিল বাঁচবে। শক্তিসম্পদের ক্ষেত্রে  আত্মনির্ভরতা আসবে ভারতের বহু বাড়িতে। বিকল্প শক্তির উপর জোর দিলেন মোদী।