Scientists make chocolate coated insulin pill to control sugar

কলকাতা: সারা বিশ্বে কম বেশি ৪২৫ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে (Diabetes) ভোগেন। এর মধ্যে কমবেশি ৭৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে সাত কোটি রোগীকে ইনসুলিন নিতে হয়। রক্তের সুগার লেভেল (sugar level) অনেকটাই বেশি থাকলে বাইরে থেকে ইনসুলিন নিতে হয়‌। এই ইনসুলিন কেউ কেউ ইনজেকশনের মাধ্যমে নেন। আবার কারও কারও শরীরে এটি পাম্প করতে হয়। ইনসুলিন রক্তের মধ্যে মিশে গিয়ে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। 

এই প্রক্রিয়া অনেকের কাছেই খুব যন্ত্রণাদায়ক। শরীর সুস্থ রাখতে মুখ বুজে করে যেতে হয় রোজ । তবে সেই কষ্টের দিন শেষ। এবার ইনসুলিন লজেন্সের মতোই চুষে খেতে পারবেন। আর তার স্বাদ মোটেও ফেলনা হবে না। সুগার ফ্রি চকোলেট দিয়ে তৈরি এই বিশেষ ইনসুলিন পিল (insulin pill)। একবার মুখে দিলে নাকি দারুণ আনন্দ করেই এটা খেয়ে নেবেন সুগারের রোগী। অন্যদিকে কাজের কাজ হয়ে যাবে। 

ইনসুলিন পিল খেতে চকোলেটের মতো!

সম্প্রতি আর্কটিক ইউনিভার্সিটি অব নরওয়ের বিজ্ঞানীরা এই নতুন ইনসুলিন পিল আবিষ্কার করেছেন। এই পিলটি আদতে একটি চকোলেটের আকারে তৈরি করা। যা মুখে দিলে আর পাঁচটা চকোলেটের তফাত করা মুশকিল। সেটি খেলেই রক্তের ইনসুলিন মাত্রা স্বাভাবিক থাকবে। নিয়ন্ত্রণে থাকবে সুগারের লেভেল। 

পরীক্ষা হয়েছে বেবুনদের উপর

প্রাথমিকভাবে এই পিলটি বেবুনদের উপর পরীক্ষা করে দেখা হয়। ২০টি বেবুনকে এই পিল খাওয়ানো হয়েছিল‌। তাতে দেখা গিয়েছে, রক্তের সুগার মাত্রা কমাতে বেশ কাজ দিচ্ছে পিলগুলি। নেচার ন্যানোটেকনোলজি জার্নালে গবেশণাটি বিশদে প্রকাশিত হয়েছে। এছাড়াও সুগার রয়েছে ইঁদুরদের নিয়েই পরীক্ষা করা হয়।

ইনসুলিন ইনজেকশনের সাইড এফেক্ট নেই পিলে!

ইনজেকশন দিয়ে ইনসুলিন নিলে সেটি সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু শরীরের সব জায়গায় ইনসুলিনের সমান প্রয়োজন থাকে না। ফলে বেশ কিছু অঙ্গে অতিরিক্ত ইনসুলিনের কারণে সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। ইনসুলিন পিলে সেই সমস্যা নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ম্যাককার্টার। এর কারও বুঝিয়ে বলেন তিনি। পিলের মধ্যে ইনসুলিন ক্যাপসুলের প্রস্থ চুলের থেকেও অনেক সরু। মাইক্রোস্কোপেও এটি ধরা পড়ে না। ফলে শরীরে প্রবেশ করে সরাসরি যেখানে দরকার, সেখানেই চলে যায় ইনসুলিনটি। এতেই পার্শ্বপ্রতিক্রিয়ার বিপদ অনেকটা এড়নো যায়। 

তথ্যসূত্র – আইএএনএস 

আরও পড়ুন – Increased Appetite: ঘন ঘন খিদে পায় ? কেন এমন হয়

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন