Suryakumar Yadav To Lead ICC Men’s T20I Team Of The Year, 4 Indians Included

দুবাই: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে বছরের সেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) অধিনায়ক ঘোষণা করা হল সেই দলের। ভারতের আরও তিন ক্রিকেটার – রবি বিষ্ণোই, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিংহকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্প্রতি জার্মানির বার্লিনে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমার যাদবের। এখনও দেশে ফেরেননি তিনি। সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন এখনও নিশ্চিতভাবে জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। 

সূর্যকুমার যাদব ছাড়াও তিন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে এই দলে। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল, যিনি মাত্র ১৫ ম্যাচে ৪৩০ রান করেছিলেন ২০২৩ সালে, তাঁকে বর্ষসেরা টি-টোয়েন্টি দলের ওপেনার হিসেবে রাখা হয়েছে। জয়সওয়াল ২০২৩ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি সেঞ্চুরিও করেছিলেন। বোলিং বিভাগে রয়েছেন ভারতের স্পিনার রবি বিষ্ণোই এবং ফাস্টবোলার অর্শদীপ সিংহ। লেগস্পিনার বিষ্ণোই ২০২৩ সালে বেশ নজর কেড়েছেন বল হাতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তির ঠিক পরেই তাঁকে বিশ্বের সেরা বোলার হিসেবেও মনোনীত করা হয়েছিল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলেও তিনি জায়গা করে নেবেন বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

টি-টোয়েন্টি ফর্ম্যাটে সূর্যকুমার যাদব যেন নিজের সেরাটা মেলে ধরেন। উইকেটের চারধারে শট খেলার মুন্সিয়ানার জন্য তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। সেই সূর্যকুমার যাদবকেই আইসিসি তাদের বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক বেছে নিয়েছে। ২০২৩ সালে ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে সূর্যের রান ৭৩৩। দুটো সেঞ্চুরিও রয়েছে তাঁর। ৫৬ বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন স্কাই।

তবে বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি দুই মহারথী – রোহিত শর্মা ও বিরাট কোহলির। ২০২৩ সালে একটিও টি-টোয়েন্টি ম্যাচ না খেলার কারণে ভারতের দুই মহাতারকা দলে জায়গা পাননি বলেই মনে করা হচ্ছে। 

আইসিসি-র ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান, মার্ক চ্যাপম্যান, সিকন্দর রাজা, আলপেশ রামজানি, মার্ক অ্যাডেয়ার, রবি বিষ্ণোই, রিচার্ড গারাভা ও অর্শদীপ সিংহ। 

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি, বোর্ডের ঘোষণায় তীব্র জল্পনা

আরও দেখুন