Ayodhya Ram Mandir: মুচকি হাসি, স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রাম! চোখ ঘোরানোর ভিডিয়ো দেখে অবাক ভক্তরা

অকাল দীপাবলি পালিত হয়েছে ২২ জানুয়ারি। ঘরে ঘরে জ্বলেছে প্রদীপ। বাজি ফাটিয়েছে ছোটরা। সূর্য উত্তরায়ণের শুভ মুহূর্তে প্রাণ সঞ্চার হয়েছে ভগবান রামের পাথরের মূর্তিতে। ভক্তের বিশ্বাস ভগবান জেগেছেন। বিপদে আপদে রাম নাম এবার ফল দেবেই। এমনই বিশ্বাস নিয়ে মন্দির থেকে বাড়ি ফেরার পরই ঘটল সেই অলৌকিক ঘটনাটা। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল ভগবান রামের সু-সজ্জিত সেই ভিডিওতে। কিন্তু নজর কাড়ল অন্যকিছু।

ভিডিয়োতে দেখা গিয়েছে, ৫১ ইঞ্চি উঁচু রামমূর্তিতে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা। আরও উজ্জ্বল হয়ে উঠেছে কালো পাথর। আর আলতো হাসি মেখে দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রী রাম। তাকিয়ে দেখছেন চোখ মেলে। চোখের পাতা অবাধে ওঠানামা করছে। এদিক ওদিক তাকাচ্ছেন, আর আনমনে মুচকি মুচকি হেসেই চলেছেন। অদ্ভুত ব্যাপার তো! এ আবার হয় নাকি। অবাক নেটিজেন। হ্যাঁ, ঠিকই বলেছেন এটা অলৌকিক নয়।

বর্তমান সময়ে লাইমলাইটে থাকা অন্যতম প্রযুক্তি AI নির্মিত ঘটনা এটি। AI দিয়েই উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ভিডিও। যা খালি চোখে বোঝাই যাবে না, আসল সত্যটা কি! যদিও সোশ্যাল মিডিয়ার আর পাঁচটা AI ভিডিও যেরূপ ট্রোলের মুখে পড়ে, এটির ক্ষেত্রে হয়েছে ঠিক তার উল্টো। খুশি হয়ে ভক্তরা বলছেন, ‘যেন ভগবান রাম ৫০০ বছরের নির্বাসন থেকে ফিরে এসেছেন। শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা ভারতের জাতীয় উৎসবে পরিণত হল।’

একজন মন্তব্যে লিখেছেন, ‘আমি এর জন্য প্রস্তুত ছিলাম না, কিছুক্ষণের জন্য আমরা হৃদয় স্পন্দন এড়িয়ে গিয়েছিল। ভিডিও দেখে মনে হচ্ছে রাম জি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন’, অন্য একজনের দাবি, ‘আমাদের শ্রী রাম লালাকে আরও বেশি সরল এবং ঐশ্বরিক দেখাচ্ছে।’ এরই সঙ্গে অনেকেই অবশ্য প্রশ্ন তুলেছেন যে এই রামলালার এই মূর্তি অপূর্ব। কে বানিয়েছেন এটি? চলুন জেনে নিই উত্তর।

  • রামলালার মূর্তি তৈরির দায়িত্বে কে ছিলেন?

এটি মাইসুর-ভিত্তিক শিল্পী অরুণ যোগীরাজ তৈরি করেছেন। গতকালের জমকালো অনুষ্ঠানের একদিন আগে এটি প্রকাশ্যে আনা হয়েছিল। মূর্তিটি যুবক রামের আদলে বানানো।

প্রসঙ্গত, সোমবার উত্তর প্রদেশের রাম জন্মভূমি অযোধ্যায় বেদ মেনে ৬ দিনের আচার-অনুষ্ঠান করে রামলালার পবিত্র প্রাণপ্রতিষ্ঠা করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত সহ ছয়জন অতিথিদের উপস্থিতিতে। ইতিমধ্যেই রাম মন্দিরের দরজাও খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য।