Ram Lalla: কালো গ্রানাইটে তৈরি রামলালার মূর্তি, পাথরটির বয়স জানলে চমকে যাবেন

রামলালার মূর্তি। অপূর্ব সুন্দর দেখতে এই মূর্তি। সোমবারই ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন আমাদের রামলালা আর তাঁবুতে থাকবেন না। কিন্তু এই যে অপূর্ব সুন্দর এই মূর্তি, এত ভক্ত তাঁকে একবার দেখতে চাইছেন, সেটা কী দিয়ে তৈরি করা হল?

সূত্রের খবর, ৫১ ইঞ্চি লম্বা এই মূর্তি। কর্ণাটক থেকে নিয়ে আসা হয়েছিল এই মূর্তি। বিশেষ ধরনের কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তি। 

এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এই পাথরটি প্রায় ২.৫ বিলিয়ন বছরের পুরানো। ন্যাশানাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্সের ডিরেক্টর এইচএস ভেঙ্কটেশ পাথরের এই প্রাচীনত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। ফিজিকো মেকানিকাল পরীক্ষার মাধ্য়মে এই পাথর পরীক্ষা করা হয়েছে। 

ন্যাশানাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্সের ডিরেক্টর এইচএস ভেঙ্কটেশ জানিয়েছেন, এই পাথর অত্যন্ত সহ্যশীল ও ভারবহন করতে পারে। আবহাওয়ার নানা পরিবর্তনেও এই পাথরের উপর বিশেষ কোনও প্রভাব পড়ে না। ন্যূনতম দেখভাল করলেই এই পাথর হাজার হাজার বছর অটুট থাকতে পারে। পাথরটি মাইসুরু জেলার জয়াপুরা হবলি গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছিল। এখানে অত্যন্ত উন্নতমানের গ্রানাইট পাথর মেলে।

অভিজ্ঞমহলের মতে, পৃথিবী সৃষ্টির সময় গলন্ত লাভা যখন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে তখনই তৈরি হয়েছিল গ্রানাইট পাথর। এই গ্রানাইট পাথর অত্যন্ত শক্তিশালী। এর সহনশীলতাও যথেষ্ট রয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই মন্দিরের সঙ্গে ঐতিহ্য আর বিজ্ঞানের মিশ্রন রয়েছে। এই মন্দির এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে ১০০০ বছর টিকে থাকতে পারে। 

মনে করা হচ্ছে প্রি ক্যামব্রিয়ান যুগের পাথর এটা। মনে করা হয় পৃথিবী প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল। মানে পৃথিবীর যত বয়স তার অর্ধেক বা তার থেকে একটু বা কম বয়স হতে পারে এই পাথরের।

মাইসুরুর শিল্পী অরুন যোগীরাজ এই পাথর থেকে মূর্তিটি তৈরি করেছিলেন। প্রায় চার মাস সময় লেগেছে তাঁর এটা তৈরি করতে। ইন্ডিয়া গেটের কাছে যে ৩০ ফুটের নেতাজির মূর্তি বসানো হয়েছে সেই মূর্তিটির শিল্পীও হলেন ৩৮ বছর বয়সি এই যুবকই।