Rathin Ghosh on DA: DA নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে নেবে রাজ্য সরকার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

রাজ্য সরকারি কর্মচারীদের DA-র দাবি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে রাজ্য সরকার। মঙ্গলবার নেতাজির জন্মদিনে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় এক অনুষ্ঠানে যোগদান করে একথা বলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

এদিন রথীনবাবু বলেন, ‘যে কোনও রাজনৈতিক দলের যে কোনও আন্দোলনের পাশে দাঁড়ানোর অধিকার আছে। শুভেন্দুবাবুর মনে হলে উনি DA আন্দোলনে নেতৃত্ব দেবেন। মুখ্যমন্ত্রী তো DA দিয়েছেন। এক সাথে দুটো জিনিস হয় না। এক দিকে আন্দোলন করবেন, আরেক দিকে সুপ্রিম কোর্টে মামলা করবেন। যখন মামলা করেছেন মুখ্য আদালতে সেখান থেকে যে রায় আসবে তা রাজ্য সরকার মেনে নেবে।’

অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন, ‘রাম একটা আবেগ। কেউ কেউ রামকে নিজেদের মতো করে ব্যবহার করছে। বাংলার কৃষ্টি সংস্কৃতিতে যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ আছে, রামও আছে। বাংলা রাম – রহিম সবার দেশ। এটা নিয়ে বিভাজন হবে না। রাম কারও একার নয়, রাম সবার।’

মঙ্গলবার সকালে নেতাজি মূর্তিতে মাল্যদান করে কলকাতার শহিদ মিনার ময়দানে DA আন্দোলনকারীদের মঞ্চে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে DA আন্দোলনের নেতা ভাস্কর ঘোষকে নবান্ন অভিযান করার পরামর্শ দেন তিনি। বলেন, নবান্ন অভিযান না করলে কাজ হবে না। আপনি সবাইকে মেলাতে পারেন। চুক্তিভিত্তিক কর্মীসহ সবাইকে নিয়ে নবান্ন অভিযানের ডাক দিন। আমি আপনাদের সঙ্গে থাকব।

অনশনরত DA আন্দোলনকারীদের কথা উল্লেখ করে তিনি বলেন, এরা ৭২ ঘণ্টা ধরে অনশন করছেন। এদের কারও যদি কিছু হয় তাহলে বাংলায় আগুন জ্বলবে।