Selim on Modi: OBC বলে মোদীকে রাম লালার মূর্তি ছুঁতে দেয়নি RSS: সেলিম

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেন রাম লালার মূর্তি বহন করে গর্ভগৃহে প্রবেশ করলেন না তা নিয়ে প্রশ্ন তুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সেলিম। সোমবার কলকাতায় দলীয় সদর দফতরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তিনি দাবি করেন, অনগ্রসর শ্রেণির মানুষ হওয়ায় মোদীকে রাম লালার মূর্তি স্পর্শ করার অনুমতি দেয়নি RSS.

সোমবার বিকেলে সেলিম বলেন, ‘সংবিধান অনুসারে প্রত্যেকের নিজস্ব ধর্মাচরণের অধিকার রয়েছে। এই নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু রাষ্ট্রের কোনও ধর্ম থাকা উচিত নয়। সেটা যে ধর্মই হোক না কেন। রাষ্ট্রের ধর্ম থাকলেই গোলমাল’।

কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি টিভিতে যখন রামায়ন সম্প্রচারিত হত তখন রাস্তাঘাট শুনশান হয়ে যেত। আজ সব ছুটি দিয়ে বিশাল একটা প্রচার করা হলেও তেমন কিছু দেখা যায়নি।’

এর পরই বিস্ফোরক দাবি করেন সেলিম। বলেন, ‘প্রচার করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নিজে হাতে রাম লালার মূর্তি নিয়ে মন্দিরে প্রবেশ করবেন। কিন্তু দেখা গেল তিনি রাম লালার ছত্র হাতে নিয়ে প্রবেশ করছেন। আসলে মোদী ওবিসি বলে তাঁকে রাম লালার মূর্তি স্পর্শ করতে দেওয়া হয়নি। উনি তো নিজেকে ওবিসি বলে ভোট নিয়েছেন। এখন উনি মূর্তি বহন করলে ব্রাহ্মণ্যবাদীরা রেগে যাবে। তাই RSS ওনাকে মূর্তি ছুঁতে দেয়নি। তার মানে প্রধানমন্ত্রীও ব্রাহ্মণ্যবাদের পাঁচিল ভাঙতে পারলেন না।’

সেলিম বলেন, ‘আজ প্রচারের সব অভিমুখ ছিল প্রধানমন্ত্রীর দিকে। চৈতন্য, কবিরের মতো ভক্তি আন্দোলনের পুরধারা সবাইকে প্রচারের আলোর নীচে আনতে চেয়েছিলেন। তাই কীর্তনের মতো অনুষ্ঠান শুরু হয়েছিল। কিন্তু মোদীজি সে সবের ধার ধারেন না। সবটুকু প্রচার তাঁর চাই।’