উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, লোকসভা নির্বাচনের ঠিক আগে সরেজমিনে দেখভাল

লোকসভা নির্বাচন সামনে। যদিও এখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে সব রাজনৈতিক দলই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করেছেন। আজ, বুধবার বর্ধমান সফর রয়েছে তাঁর। এর আগে তিনি বিয়েবাড়ি উপলক্ষ্যে উত্তরবঙ্গে গেলেও সেখানে ঘুরে দেখেছেন সবকিছু। আবার জনসংযোগও করেছেন মানুষের সঙ্গে। এখন নানা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুর্শিদাবাদ, বীরভূম হয়ে গিয়েছে। আর জানুয়ারি মাস শেষ হতে একসপ্তাহ বাকি। তারপরই আবার উত্তরবঙ্গ সফর যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কিছু কর্মসূচিও থাকছে তাঁর।

এদিকে কোচবিহার–সহ উত্তরবঙ্গের নানা জেলায় যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তবে কোন জেলায় আগে যাবেন এবং কোন জেলায় পরে যাবেন তার সূচি এখনও চূড়ান্ত হয়নি। শুধু এটুকু জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রীর। কিছু প্রকল্প উদ্বোধন এবং জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি বলে সূত্রের খবর। সরকারি প্রকল্প উত্তরবঙ্গের মানুষজন সবাই পেয়েছে কিনা সেটাও সরেজমিনে খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন। তবে নিশ্চিত এখনও নয়।

অন্যদিকে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে আর কোনও প্রকল্প ঘোষণা করা যাবে না। জাতীয় নির্বাচন কমিশন যখন–তখন নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে। তাই তার আগেই বাকি থাকা কাজ সেরে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৪২টি আসনে একাই লড়তে চায় তৃণমূল কংগ্রেস। তাই সংগঠন মজবুত রাখতে হবে। সংগঠন তৈরি থাকলেও সেটা কতটা প্রস্তুত রয়েছে তা দেখে নিতে চান দলনেত্রী। সম্প্রতি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে নতুন মহকুমা ঘোষণা করা হয়েছে। তার উপর সেখানে নতুন মহকুমাশাসক কাজে যোগ দিয়েছেন। উপনির্বাচনের আগে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলাতেও মুখ্যমন্ত্রীর সভা হতে পারে।

আরও পড়ুন:‌ বিধায়কদের নিয়ে রামমন্দির দেখতে যাচ্ছেন শুভেন্দু, ফিরে যোগ দেবেন অধিবেশনে

তবে উত্তরবঙ্গের জেলায় বিজেপির শক্ত ঘাঁটি। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে আসন পেতে মরিয়া গেরুয়া শিবির। কিন্তু সমানে সমানে টক্কর দিতে চায় তৃণমূল কংগ্রেস। বাংলায় বিজেপিকে ঠেকাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়াতে হবে বলে আগেই দলের অন্দরে নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। লোকসভা নির্বাচনের আগে তাই খতিয়ে দেখতে তিনি নিজেই উত্তরবঙ্গে যাচ্ছেন বলেই দাবি দলীয় সূত্রে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সাতদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেন। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলায় যান মুখ্যমন্ত্রী। এবার আবার তাঁর উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।