ঘন কুয়াশা, উত্তর দিনাজপুরে ট্রাকে ধাক্কা মারল ৬টি গাড়ি, গুরুতর আহত ২

গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে। একাধিক জেলায় দৃশ্যমানতা কার্যত শূন্য। আর তাতেই একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ল কমপক্ষে ৬টি গাড়ি। ট্রাক, বাস, তেলের ট্যাঙ্কার সহ আরও কয়েকটি গাড়ি একের পর এক ধাক্কা মারে। ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের সুফলগছ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা জেরে রাস্তায় যানজট দেখা দেয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: আত্মীয়ের শেষকৃত্যে যাওয়ার পথে অটোর সঙ্গে গাড়ির সংঘর্ষ, মর্মান্তিক পরিণতি বধূর

জানা যায়, গতকাল গভীর রাতে চোপড়া ব্লকের সুফলগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের টায়ার পাংচার হয়ে যায়। এই ঘটনার জেরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রাকটি। ঘন কুয়াশার কারণে আজ সকালে ওই ট্রাকের পেছনে আরও একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে। এভাবেই ৬টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িগুলির মধ্যে একটি তেলের ট্যাঙ্কার এবং দূরপাল্লার বাসও রয়েছে। একটুর জন্য বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে সব কয়টি গাড়ি। দুর্ঘটনায় দুটি গাড়ির চালক গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।স্থানীয়দের সহায়তা নিয়ে পুলিশ প্রশাসন প্রায় ৩ ঘণ্টার মধ্যে রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে দেয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি দাঁড়িয়ে পড়ায় ঘন কুয়াশার কারণে পিছনে থাকা গাড়িগুলি তা দেখতে পারেনি। সেই কারণে ওই গাড়িগুলি একের পর এক ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বেশিরভাগ গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তেলের ট্যাঙ্কারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেক্ষেত্রে তেলের ট্যাঙ্কারটি ফেটে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সেক্ষেত্রে ট্রাকের পিছনে যদি ডালপালা দিয়ে রাখা হত তাহলে দুর্ঘটনা রোখা যেত বলে জানান এক স্থানীয় বাসিন্দা।