৬ বছর পর সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল! East Bengal qualifies for super cup Final

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় লেগে ৬ বছর! কলিঙ্গ সুপার কাপে ফাইনালে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে  ২-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ। গোল করলেন হিজাজি এবং সিভেরিয়ো।

আরও পড়ুন:  WATCH: অযোধ্যার রাস্তায় ‘বিরাট’ দর্শন! নকল রাজায় উদ্বেল রামভক্তরা… হায় রে কপাল

সুপার কাপে দূরন্ত ফর্মে ইস্টবেঙ্গল। ৪ নভেম্বরের পর আর কোনও ম্য়াচে হারেনি কার্লেস কুয়াদ্রাতের দল। তারপর আগের ম্যাচে মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল ক্নেটন সিলভাদের। যা ছাপ দেখা গেল সুপার কাপে সেমিফাইনালে।

এদিন ম্যাচে আগাগোড়া আধিপত্য ছিল ইস্টবেঙ্গলেরই। তবে সমানে-সমানে টক্কর দিয়েছে জামশেদপুরও। খেলার বয়স তখন ১৯ মিনিট। কর্ণার থেকে বল পান লাল-হলুদের সিভেরিয়ো। কিন্তু তিনি শট না নিয়ে সামনে দিকে এগিয়ে যান। পিছন থেকে উঠে এসে গোল করেন হিজাজি।

এদিকে পিছিয়ে পড়ার পাল্টা আক্রমণে শানাতে থাকে জামশেদপুরও। ৩০ মিনিটে ইস্টবেঙ্গলের বক্সে ঢোকে পড়েন  হাউকিপ। ব্যাক পাসে বল দেন  মনজোরোকে। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিংহ গিল। প্রথমার্ধে অন্তত তিন বার দলের পতন আটকান তিনি। প্রথমার্ধের শেষের দিকে গোলের  সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের বিষ্ণুও। কিন্তু কাজের কাজটি করতে পারেননি তিনি। 

আরও পড়ুন: Mark Wood, IND vs ENG: রোহিত ‘বধে’র আলাদা নীলনকশা ইংরেজদের, অস্ত্র নিয়েই নিজামের শহরে ব্রিটিশ নক্ষত্র

দ্বিতীয়ার্ধে  বাঁদিক দিয়ে জামশেদপুরের বক্সে উঠে যান নন্দকুমার। তবে নিজে গোল করার চেষ্টা না করে তিনি বল দেন নিশু কুমারকে। নিশু ঠান্ডা মাথায় ক্রশ রাখেন পোস্টের সামনে। গোলের সামনে বল পান সিভেরিয়ো। পা ছুঁইয়ে ৪৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)