Australia Open 2024: Sachin Tendulkar to Martina Navratilova, wishes pour in for Rohan Bopanna after becoming Oldest World No. 1

মুম্বই: বয়স চল্লিশের গণ্ডি পার করলেও থামতে নারাজ রোহন বোপন্না। একের পর এক কীর্তি গড়েই চলেছেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) সেমিফাইনালে জায়গা পাকা করেই ভারতীয় তারকা ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। 

অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে রোহন বোপন্না (Rohan Bopanna) বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আর্জেন্তাইন জুটি আন্দ্রেস মলতেনি এবং ম্যাক্সিমো গঞ্জালেজ়ের। আর্জেন্তাইন জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে বোপন্নারা অস্ট্রেলীয় ওপেনের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেললেন। ম্যাচের স্কোরলাইন ইন্দো-অজ়ি জুটির পক্ষে ৬-৪, ৭-৬ (৫)। এই জয়ের সুবাদেই বোপন্না এটিপি ডাবলস ব়্যাঙ্কিংয়ের (ATP Rankings) শীর্ষে পৌঁছে গেলেন। অর্থাৎ বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা বোপন্নাই।

আর ভারতীয় টেনিস তারকার কৃতিত্বে যারপরনাই খুশি ক্রিকেট মাঠের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সচিন ট্যুইট করেছেন, ‘বয়স একটা সংখ্যামাত্র। তবে এক নম্বর হওয়াটা শুধু সংখ্যা নয়। অভিনন্দন রোহন। পুরুষদের টেনিসে ডাবলসে সবচেয়ে বেশি বয়সে বিশ্বের এক নম্বর হওয়াটা অনবদ্য কৃতিত্ব।’ বোপন্নাকে অভিনন্দন জানিয়েছেন টেনিস কোর্টের কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভাও।

ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেই নতুন ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় টেনিস তারকা। ৪৩ বছর বয়সে এই প্রথমবার ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন বোপন্না। এত বয়সে প্রথমবার এক নম্বর হওয়ার কৃতিত্ব আর কোনও খেলোয়াড়ের নেই। বোপন্না আমেরিকার রাজীব রামের রেকর্ড ভাঙলেন। ২০২২ সালের অক্টোবরে আমেরিকান টেনিস তারকা ৩৮ বছর বয়সে প্রথমবার এক নম্বর হয়েছিলেন। পিছনে ফেলেছিলেন তাঁর ডাবলস পার্টনার জো স্যালিসব্যারিকে। এবার রামের রেকর্ড নিজের নামে করে ফেললেন বোপন্না।

 

গত রাতে বৃষ্টির জেরে প্রথম সেটের তৃতীয় গেম ক্ষণিকের জন্য ব্যাহত হয়। তবে পঞ্চম গেমে গঞ্জালেজ়ের সার্ভ ব্রেক করার পর বোপন্না সহজেই নিজের সার্ভ ধরে রাখেন। আধ ঘণ্টার খানিক অধিক সময়ে প্রথম সেট জিতে নেয় ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। স্ল্যামের দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে ষষ্ঠ বাছাই আর্জেন্তাইনদের সার্ভিস গেম কড়া চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে দুরন্ত লড়াই চালিয়ে ম্যাচে ফেরার আশা জিইয়ে রাখে আর্জেন্তাইন জুটি। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। মেলবোর্নে বোপন্নারা তিন ম্যাচের একটিতেও টাইব্রেক হারেননি এবং তাঁদের সেই জয়ের ধারা এই ম্যাচেও অব্যাহত রইল। টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে ম্যাচও নিজেদের নামে করে নেন বোপন্নারা।

আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন