Bomb threat for Delhi-bound flight: ‘বিমানে বোমা আছে’- প্রজাতন্ত্র দিবসের আগেই দিল্লিতে হুমকি ফোন, ছিলেন ২০০ যাত্রী

‘বিমানের মধ্যে বোমা আছে’- প্রজাতন্ত্র দিবসের দু’দিন আগে এমনই হুমকি দিয়ে দিল্লি বিমানবন্দরে একটি উড়ো ফোন এল। যদিও সেই ফোন পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে দিল্লি পুলিশ। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের আধিকারিকরা জানিয়েছেন যে ওই উড়ো ফোন পাওয়ার পরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তদন্ত চালানো হয়। সেই তদন্তে জানা গিয়েছে যে পুরোপুরি ভুয়ো ফোন এসেছিল। স্পাইসজেটের এসজি ৮৪৯৬ দ্বারভাঙা-দিল্লি বিমানে কোনও বোমা ছিল না। 

তবে ওই উড়ো ফোন আসার পরেই আতঙ্ক তৈরি হয়েছিল। বিশেষত দু’দিন পরেই প্রজাতন্ত্র দিবস আছে। সেই পরিস্থিতিতে হাই-অ্যালার্ট জারি করা হয়ে একাধিক মহলের তরফে দাবি করা হয়েছে। উড়ান সংস্থা স্পাইসজেটের এক মুখপাত্র বলেছেন, ‘দ্বারভাঙা থেকে দিল্লি পর্যন্ত যে এসজি ৮৪৯৬ বিমান চালানো হয়, তাতে বোমা আছে বলে স্পাইসজেটের রিজার্ভেশন অফিসে একটি ফোন আসে। সন্ধ্য়া ছ’টায় সুরক্ষিতভাবে বিমানটি দিল্লি বিমানবন্দরে অবসতরণ করে। বিমানটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া যায়। অন্যান্য বিমানের থেকে দূরে একটি বে’তে বিমানটি রাখা হয়।’

আরও পড়ুন: Flights Cancelled: ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭০০ বিমান বাতিল, বড় নিয়ন্ত্রণ দিল্লি এয়ারপোর্টে

দিল্লি বিমানবন্দরের সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, স্পাইসজেট বিমানের জন্য বুধবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে ‘ফুল এমার্জেন্সি’ ঘোষণা করা হয়। ওই বিমানে প্রায় ২১০ জন যাত্রী ছিলেন বলে সূত্র উদ্ধৃত করে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিমান সংস্থার তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। উড়ান সংস্থার তরফে বলা হয়েছে, ‘যাত্রীদের সুরক্ষিতভাবে বিমান থেকে নামিয়ে আনা হয়। সুরক্ষা বাহিনীর তরফে তল্লাশি চালানো হচ্ছে।’

এমনিতে প্রজাতন্ত্র দিবসের জন্য দিল্লি বিমানবন্দরে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ১৯ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সকাল ১০ টা ২০ মিনিট থেকে বেলা ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না। সেজন্য প্রায় ৭০০টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের জন্য আপাতত দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের ড্রেস রিহার্সাল চলছে। আর ২৬ জানুয়ারি কুচকাওয়াজ হবে। সেদিন কর্তব্যপথে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ একাধিক নেতা।

আরও পড়ুন: Flight Ticket to Ayodhya: ফ্ল্যাট কিনলেই মিলবে অযোধ্যার টিকিট