IND vs ENG: R Ashwin stands a chance of breaking Anil Kumble’s record and set a new milestone

হায়দরাবাদ: প্রায় এক যুগ কেটে গিয়েছে। দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত (Team India)। ঘরের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

দেশের মাটিতে ভারত শেষ টেস্ট সিরিজ হেরেছিল ১২ বছর আগে। ২০১২ সালে। সেবার ভারতকে তাদের মাটিতেই হারিয়ে গিয়েছিল ইংল্যান্ড (IND vs ENG)। গ্রেম সোয়ান ও মন্টি পানেসরের জোড়া স্পিন ফলায় বিদ্ধ হয়েছিল ভারত। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে হায়দরাবাদে, বৃহস্পতিবার থেকে।

টেস্ট সিরিজে ভারতীয় স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তামিলনাড়ুর অফস্পিনার আর অশ্বিন (R Ashwin)। যিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন একাধিক মাইলফলকের সামনে।

আর ১০ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট হয়ে যাবে অফস্পিনার অশ্বিনের। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব গড়বেন তিনি।

সব মিলিয়ে বিশ্বের নবম বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট হবে অশ্বিনের। এই সিরিজে আর ১২ উইকেট নিলে তিনি হবেন প্রথম ভারতীয় বোলার, টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে যাঁর একশো উইকেট হবে।

আর ১৪ উইকেট নিলে অনিল কুম্বলের একটি রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হবেন অফস্পিনার। ভারতের মাটিতে টেস্টে কুম্বলের রয়েছে ৩৫০ উইকেট। ভারতের মাটিতে টেস্টে ৩৩৭ উইকেট রয়েছে অশ্বিনের। সব মিলিয়ে ৯৫ টেস্টে ৪৯০ উইকেট রয়েছে ৩৭ বছরের অফস্পিনারের। ৩৪ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন।

ইংল্যান্ডের টেস্ট দলের মাত্র দুই ক্রিকেটার এর আগে ভারতের মাটিতে টেস্ট খেলেছেন। জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ। বিপক্ষ শিবিরের এই অনভিজ্ঞতা কি সুবিধা দেবে ভারতকে? রোহিতের গলায় অবশ্য সতর্কতা। বলছেন, ‘মার্ক উডও রয়েছে। টেস্ট না খেললেও ভারতে প্রচুর ক্রিকেট খেলেছে। আইপিএলে খেলেছে, ওয়ান ডে খেলেছে। তবে অন্যরাও রয়েছে। স্পিনাররা আছে। ওদের বোলিংকে উপেক্ষা করা যায় না। ওদের বোলিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিংয়ের এবং আমাদের বোলিংয়ের সঙ্গে ওদের ব্যাটিংয়ের ভাল লড়াই হবে।’           

আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন