Mamata Banerjee gets injured: আচমকা ব্রেক গাড়ির, কপালে চোট পেলেন মমতা, তাতে চেপেই ফিরছেন কলকাতায়

বর্ধমানের প্রশাসনিক সভা থেকে ফেরার পথে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর কপালে সামান্য চোট লেগেছে। তবে সেই চোট গুরুতর নয় বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। কিন্তু কীভাবে দুর্ঘটনা ঘটল? প্রাথমিকভাবে খবর, বুধবার মুখ্যমন্ত্রী বর্ধমানের যেখানে সভা করেন, সেখান থেকে বড় রাস্তায় ওঠার জন্য একটা উঁচু জায়গা আছে। ওই উঁচু জায়গায় যখন মমতার গাড়ি উঠছিল, তখন গাড়ির গতি কিছুটা বেশি ছিল। গতি বেশি থাকা অবস্থায় আচমকা ব্রেক কষে মমতার গাড়ি। তার জেরে গাড়ির মধ্যে জোরে ঝাঁকুনি হয়। তখনই মমতার কপালে সামান্য চোট লেগেছে। তবে বরাতজোরে বড় কোনও চোট লাগেনি। সেই ধাক্কা সামলে ওই গাড়িতে করেই আপাতত কলকাতায় ফিরছেন মমতা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের শেষে হেলিকপ্টারে করে বর্ধমান থেকে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করেই বর্ধমানে আসেন। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার উড়তে পারেনি। সেই পরিস্থিতিতে গাড়ি করেই কলকাতায় উদ্দেশে রওনা দেন। আর তখনই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে খবর।

আরও পড়ুন: ‘‌কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিকভাবে ঠুঁটো’‌, বর্ধমান থেকে সুর চড়ালেন মমতা

এমনিতে বর্ধমানের সভা থেকে একগুচ্ছ পরিষেবা প্রদানের ঘোষণা করেন মমতা। তিনি বলেন, ‘আপনারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীতে আমায় লিখেছিলেন। আপনারা কি ভাবছেন যে আমি সেগুলির দিকে নজর রাখি না? সব নজর রাখি। যাঁরা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে থেকে ছ’টি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে সেটা শুরু হবে। ১৩ লাখ মহিলা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যাঁরা এখনও পাচ্ছেন না, তাঁরা ১ ফেব্রুয়ারি থেকে পাবেন।’

সেইসঙ্গে রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও মুখ খোলেন মমতা। তিনি দাবি করেন, কয়েক হাজার শিক্ষক নেওয়া হবে। সেইসব শূন্যপদ ‘রেডি’ আছে। কিন্তু আদালতে মামলা করে সেই নিয়োগ প্রক্রিয়া থমকে রেখেছে বিজেপির কয়েকটি পাণ্ডা। যুবক-যুবতীদের চাকরি আটকে রেখেছে। নাহলে ৬০,০০০-৭০,০০০ যুবক-যুবতীদের স্কুলে চাকরি পাওয়ার কথা ছিল। সেই পরিস্থিতিতে দ্রুত যাতে শূন্যপদ পূরণ করা যায়, সেজন্য আদালতের কাছে আর্জি জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘মহামান্য আদালতের কাছে আমি আর্জি করছি যে, প্লিজ নতুন শূন্যপদ পূরণের ব্যবস্থা করে দিন, যাতে হাজার-হাজার ছেলেমেয়ে চাকরির সুযোগ পায়।’

আরও পড়ুন: Mamata at Bardhaman: ৬০ – ৭০ হাজার চাকরি রেডি করে বসে আছি, মামলা করে আটকে রেখেছে, দাবি মমতার