খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারী ও মাদক কারবারীদের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে। তার নাম নাবিল আহমেদ (২২)। পেশায় সে ফ্রেস ফার্ম দুধের সাপ্লাইয়ার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও সিপাহীবাগ নবাবী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত সোয়া ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছুরিকাঘাতে আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

আহতের বড় ভাই নাদিম আহমেদ বলেন, তার ছোট ভাই ফ্রেস ফার্ম দুধের সাপ্লাইয়ার। আজ সন্ধ্যায় বিভিন্ন জায়গায় দুধ সাপ্লাই দিয়ে টাকা কালেকশন করে বাসায় ফিরছিলেন। ওই সময় নবাবী মোড়ের পাশের গলিতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিনতাইকারী চশমা নাসির, কাজল, আজাদ ও কালা রাসেলসহ কয়েকজন তার গতিরোধ করে মাথার পেছনে, বাম পায়ে ও পিঠের নিচে ছুরিকাঘাতে আহত করে। এছাড়া তার কাছে থাকা মোবাইল ও ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এলাকার গলিতে তারা মাদকের ব্যবসা করে। কয়েক দিন আগে নাবিল প্রতিবাদ করেছিল গলিতে যেন মাদক বিক্রি না করে।

আহত নাবিল খিলগাঁ সিপাহীবাগ নবাবী মোড় এলাকার স্থায়ী বাসিন্দা। পরিবহন ব্যবসায়ী (লেগুনার) বদির উদ্দীন বাবুর ছেলে।