মার্চ অবধি রামমন্দিরে যাবেন না, কেন্দ্রীয় মন্ত্রীদের পরামর্শ প্রধানমন্ত্রী মোদীর

গত ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিসভার মন্ত্রীদের আপাতত রাম মন্দির দর্শন না করার জন্য পরামর্শ দিয়েছেন। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীকে আপাতত অযোধ্যার রাম মন্দির পরিদর্শন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। অন্তত মার্চ পর্যন্ত অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন না করার অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন: রামলালার দর্শনে উপচে পড়া ভিড়, লখনউ থেকে অযোধ্যার বাস বন্ধ করল প্রশাসন

কেন এমন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

জনসাধারণের জন্য রাম মন্দির খুলে দেওয়ার পর থেকেই কার্যত ভিড় উপচে পড়ছে অযোধ্যা শহরে। প্রভূ রামের দর্শনে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করছেন রাম মন্দির প্রাঙ্গনে। এই পরিস্থিতিতে ইতিমধ্যে ভিড় নিয়ন্ত্রণের জন্য একগুচ্ছ পদক্ষেপ করেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে অযোধ্যায়। এই অবস্থায় ভিড়ের মধ্যে কোনও ভিআইপি গেলে তাঁদের নিরাপত্তা প্রটোকলের জন্য সাধারণ মানুষের সমস্যা হতে পারে। সেই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় মন্ত্রীদের আগামী মার্চ মাস পর্যন্ত অযোধ্যায় না যাওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।   

উল্লেখ্য, মঙ্গলবার মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার সময় প্রায় ৫ লাখ ভক্ত মন্দিরটি পরিদর্শন করেছিলেন। বুধবার ৩ লাখ ভক্ত ভিড় করেন। এই অবস্থায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভিআইপিদের আগাম সফরের বিষয়ে জানাতে বলেছেন।অযোধ্যায় ভক্তদের বিশাল ভিড় নিয়ন্ত্রণের জন্য লখনউয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত অযোধ্যা ধামে ছুটে আসছেন। শুধুমাত্র ভগবান রামের একবার দর্শন পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। ভিড় নিয়ন্ত্রণের জন্য সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রশাসনের অনুমান, আপাতত কয়েক সপ্তাহ ভক্তদের এরকম ভিড় থাকবে। তাই ভিড়ের কারণে সেখানে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যদি কোনও ভিআইপি আসেন, তারা যেন আগে থেকে জানিয়ে আসেন, সেই কথাও বলেছেন যোগী আদিত্যনাথের প্রশাসন। অন্যদিকে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী পরিকল্পনা করছিলেন বাকি বিজেপি বিধায়কদের সঙ্গে রামমন্দির দেখতে আসবেন। তবে মোদীর এই পরামর্শের পরে সেই পরিকল্পনায় কোনও বদল ঘটে কিনা, সেটাও দেখার।