Adhir Chowdhury On Derek O’ Brien: ‘ডেরেক ফরেনার বেশি জানেন!’ তীব্র কটাক্ষ সোনিয়ার দলের নেতা অধীরের

জোটের জট কাটছে না কিছুতেই। বিহার আর বাংলায় তো কার্যত সব ঘেঁটে যাওয়ার অবস্থা। এসবের মধ্যেই তৃণমূলের রাজ্য়সভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন জানিয়েছিলেন, বাংলায় দুই দলের জোট না হওয়ার জন্য় একমাত্র দায়ী অধীর চৌধুরী। ডেরেক দাবি করেছিলেন, অধীর চৌধুরী হচ্ছেন কারণ। যার জন্য জোট ঠিকঠাক কাজ করছে না বাংলায়। ইন্ডিয়া জোট নিয়ে নানা আপত্তির কথা বলা হচ্ছে। বলছে দুজন। এক বিজেপি। দুই অধীর চৌধুরী। ডেরেকের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে।

সেই প্রশ্নের উত্তরে অধীর বলেন, উনি ফরেনার। ফরেনার অনেক বেশি জানেন। তাঁকেই প্রশ্ন করে নিন।

কার্যত ডেরেকের যাবতীয় দাবিতে কার্যত উড়িয়ে দিলেন অধীর চৌধুরী। এমনকী ডেরেক ও ব্রায়েনকে একেবারে বিদেশি বলে দাগিয়ে দিলেন অধীর চৌধুরী। ডেরেক ও’‌ব্রায়েন সাংবাদিকদের আগেই জানিয়েছিলেন, ‘‌লোকসভা নির্বাচনের পর যদি দেখা যায় কংগ্রেস কাজটি করতে পেরেছে এবং বিজেপিকে পরাজিত করতে পারে উপযুক্ত নম্বরের আসন সংখ্যা নিয়ে তাহলে তৃণমূল কংগ্রেস অত্যন্ত কাছের অংশ হবে ফ্রন্টের যারা বিশ্বাস করে এবং লড়াই করবে গণতন্ত্র রক্ষার জন্য।’‌

বৃহস্পতিবার সকালে অসমের ধুবরি থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারের বক্সিরহাটে প্রবেশ করে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। বক্সিরহাটে ঢোকার পরই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাতে জাতীয় পতাকা তুলে দেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনকুমার বোরা। দু’দফায় যে যাত্রা হবে পশ্চিমবঙ্গে।

অধীর রঞ্জন চৌধুরীর পাশে দাঁড়িয়ে রাহুল বলেন, ‘পশ্চিমবঙ্গে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনাদের কথা শুনতে এসেছি। আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। পশ্চিমবঙ্গের কর্মকর্তা এবং নেতারা আছেন। এত ভালোবাসার মাধ্যমে আমায় স্বাগত জানানোয় ধন্যবাদ। ভারত জোড়ো যাত্রার সঙ্গে আমরা ন্যায় যুক্ত করেছি। কারণ দেশে অন্যায় হচ্ছে। বিজেপি এবং আরএসএস ঘৃণা ছড়াচ্ছে। হিংসা ছড়াচ্ছে। অন্যায় করছে। তাই অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে ইন্ডিয়া জোট।’