Bharat Jodo Nyay Yatra: বিক্ষোভ দেখিয়ে জোটসঙ্গী রাহুল গান্ধীর যাত্রাকে বাংলায় স্বাগত জানাল তৃণমূল

ইন্ডিয়া জোটের সঙ্গী কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে বিক্ষোভ দেখিয়ে পশ্চিমবঙ্গে স্বাগত জানাল তৃণমূল। বৃহস্পতিবার সকালে রাহুলের যাত্রা কোচবিহার হয়ে রাজ্যে প্রবেশের ঠিক আগে সভাস্থল থেকে কিছু দূরে নাগরিক মঞ্চের ব্যানারে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভকে গুরুত্ব না দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, বাধা আসছে। তবে রাহুল গান্ধী যত এগোবেন তত মানুষ যাত্রায় যুক্ত হবেন। কেউ আটকাতে পারবে না।

বৃহস্পতিবার সকালে বক্সিরহাটের জোড়াই মোড়ে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। নাগরিক মঞ্চের নামে ব্যানার ছাপিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীরা দাবি করেন অধীর চৌধুরী যেন কংগ্রেস ও তৃণমূলের দৌত্য থেকে দূরে থাকেন। বেশ কিছুক্ষণ রাস্তা আটকে চলে বিক্ষোভ।

বিক্ষোভ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘নানা রকম বাধা আসছে। প্রশাসনিক বাধাও আছে। তবে রাহুল গান্ধীর যাত্রা যত এগিয়ে যাবে তত মানুষ এতে যুক্ত হবে। মানুষকে কেউ আটকাতে পারবে না।’

রাহুলের যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশের ঠিক আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনীতিতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কংগ্রেসের কারও সঙ্গে জোট নিয়ে কোনও কথা হয়নি। মিথ্যে কথা বলা হচ্ছে। বাংলায় তৃণমূল একাই লড়বে।’

ঠিক তার আগের দিন রাহুল গান্ধী বলেছিলেন, ‘তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সময় মতো তার ফল জানা যাবে।’ মমতা কড়া অবস্থান দেখালেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনো তাঁর প্রতি নমনীয়। বুধবার বিকেলেও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া জোট কল্পনা করা যায় না।’