Coast Guard Vessels: আরও স্মার্ট হবে উপকূল রক্ষী বাহিনীর জলযান, থাকবে AI, হল ১০৭০ কোটির চুক্তি

আরও স্মার্ট, আরও আধুনিক হবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জলযান।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে বুধবার ১০৭০ কোটি টাকার চুক্তি করা হয়েছে। মুম্বইয়ের মাজেগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেডের সঙ্গে এই চুক্তি করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ১৪টি দ্রুতগতি সম্পন্ন নজরদারি ভেসেলকে আরও উন্নত করার জন্য় এই চুক্তি করা হয়েছে বলে খবর। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, একাধিক অত্যাধুনিক ফিচার্স আনা হবে এই ফাস্ট পেট্রলিং ভেসেলের সঙ্গে। মাল্টিপারপাস ড্রোন ব্যবহার করা হবে। দূর নিয়ন্ত্রিত ওয়াটার রেসকিউ ক্রাফট, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে উপকূল রক্ষী বাহিনীকে প্রযুক্তির দিক থেকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এই নয়া ভেসেলকে দেশীয়ভাবে ডিজাইন করা হয়েছে। এমডিএল এই ভেসেল তৈরি করেছে। আগামী পাঁচ বছরের মধ্য়ে এই ভেসেল তুলে দেওয়া হবে উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। 

এই ভেসেলের মাধ্যমে মৎস্যজীবীদের সুরক্ষাকে আরও জোরদার করা হবে। পাচারের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। জাহাজ থেকে কোনও দুষণ ছড়াচ্ছে কি না সেটাও দেখা হবে। প্রতিরক্ষাক্ষেত্রে বর্তমানে আত্মনির্ভর ভারত এই নীতিকে সামনে রেখে কাজ করা হয়। সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মূলত ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দেওয়া হচ্ছে। বিদেশ থেকে উপকরণ ও প্রযুক্তি না এনে দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এদিকে ২০২৩ সালের এপ্রিল মাসে বিদেশ থেকে নানা ধরনের অস্ত্র আমদানির বিষয়টিতে লাগাম টানা হয়। অন্তত ৯৮টি ক্ষেত্রে এই অস্ত্র আমদানি বন্ধ করে দেওয়া হয়।