Howrah Maidan Violence: হাওড়া ময়দানে গোষ্ঠী সংঘর্ষের জন্য দায়ী তৃণমূলের উসকানি, দাবি বিজেপির

তৃণমূলের প্ররোচনাতেই হাওড়া ময়দান এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তাই সেই উত্তেজনা প্রশমণের দায়িত্ব তাদের প্রশাসনের। বৃহস্পতিবার বিকেলে এমনই দাবি করলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। বুধবার রাতে হাওড়া ময়দান এলাকায় ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। একটি গোষ্ঠী অপর গোষ্ঠী ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। ঘটনার পর থেকে এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। মোতায়েন হয়েছে কমব্যাট ফোর্স।

অভিযোগ, বুধবার রাতে একটি মিছিলকে কেন্দ্র করে হাওড়া ময়দানের ফাঁসিতলা এলাকায় উত্তেজনা ছড়ায় বলে খবর। এর পর একটি গোষ্ঠী অপর গোষ্ঠীকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। ভাঙচুর হয় অন্তত ৭টি গাড়ি ও বেশ কয়েকটি দোকান। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে লক্ষ্য করেও ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। এর পর বিরাট কমব্যাট ফোর্স এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা প্রশমণে এলাকায় মোতায়েন হয় ১৪৪ ধারা।

বৃহস্পতিবার গোটা দিন এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ব়্যাফ ও কমব্যাট ফোর্স। এলাকায় বাইরের মানুষ ঢোকা নিয়ন্ত্রণ করা হয়েছে। গলিগুলিকে ঘেরা হয়েছে ব্যারিকেড দিয়ে। সংঘর্ষের জেরে বৃহস্পতিবার হাওড়া ময়দান এলাকায় সমস্ত দোকান পাট বন্ধ ছিল।

এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূলের প্ররোচনাতেই হাওড়া ময়দানে হিংসা ছড়িয়েছে। তাই এই হিংসা থামানোর ব্যবস্থা পুলিশকে করতে হবে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মন্ত্রী অরূপ রায়। যে কোনও রকম হিংসা রুখতে তৎপর রয়েছেন পুলিশ কর্মীরা।