IND vs ENG Day 1 Lunch: বাজবল বনাম ঘূর্ণি! স্পিন ভেল্কি শুরু, তবু প্রথম সেশনেই একশো পেরল ইংল্যান্ড

<p><strong>হায়দরাবাদ:&nbsp;</strong>একদিকে বাজবল। অন্যদিকে ঘূর্ণিপাক। হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দিনেই জমে উঠেছে ক্রিকেটীয় লড়াই।</p>
<p>টস জিতে নিজামের শহরে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তখন মনে করা হয়েছিল, প্রথম ইনিংসে ব্যাট করার পুরোপুরি ফায়দা তুলবে ইংল্যান্ড। কিন্তু অন্যরকম ভেবেছিলেন ভারতীয় বোলাররা। পেসাররা দাগ কাটতে পারেননি। তবে স্পিনাররা আসতেই বদলে গেল ম্যাচের রং। লাঞ্চের আগে খেলা হয়েছে ২৮ ওভার। তার মধ্যে ২০ ওভার স্পিনারদের। আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ৮ ওভার করে বল করেছেন। ৪ ওভার বল করেছেন অক্ষর পটেল। প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তিনটিই স্পিনারদের নেওয়া। জোড়া উইকেট অশ্বিনের। এক উইকেট জাডেজার।</p>
<p>তার পরেও অবশ্য ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেট থামছে না। প্রথম সেশনেই একশো পেরল ইংল্যান্ডের স্কোর। ২৮ ওভারের শেষে ১০৮/৩ তুলেছে ইংল্যান্ড।</p>