Mamata Banerjee: ‘চাকরি করতে চান, বায়োডাটা জমা দিন,’ ক্রীড়াবিদদের জন্য বড় ঘোষণা মমতার

ক্রীড়াবিদদের চাকরি দিতে বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। খেলাশ্রী প্রকল্পে ক্রীড়াবিদদের সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়। কৃতী ক্রীড়াবিদদের চাকরি দিতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আইন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মমতা বলেন, ‘যাঁরা পুরস্কার পেলেন, তাঁদের মধ্যে কেউ যদি মনে করেন চাকরি করবেন, তবে আমি তাঁদের বলব বায়োডাটা অরূপ বিশ্বাসের হাতে দিন। কারণ আমি চাই আমাদের স্পোর্টসের ছেলেমেয়েরা যারা কেরিয়ারে আছে তারা কেরিয়ার তৈরি করবে। আর যারা গোল্ড, বোঞ্জ এবং সিলভার পেয়েছেন তারা যদি চাকরি চান আমরা একটা স্পেশাল সিস্টেম করে, নতুন আইন করে আমরা তার মধ্যে দিয়ে আনব।’

পড়ুন। ক্রিকেট খেললেন মমতা, ধরলেন হকি স্টিকও…ব্যাট হাতে দিদি, ক্যাচ ধরলেন অরূপ

এই চাকরি দেওয়ার প্রক্রিয়া যে শুরু হয়ে গিয়েছে, তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’আমি মুখ্যসচিবকে বলেছি কাগজপত্র তৈরি করতে। তাই আপনার স্বাগত।’

কোন ক্ষেত্রে গেলে ক্রীড়াবিদরা ভাল চাকরি করতে পারবেন তা জানিয়ে মমতা বলেন, ‘আপনার সবচেয়ে ভাল পুলিশে কাজ করতে পারবেন। কারণ আপানাদের শরীর খুব ফিট। তাই যাদের ১৮ মাস ট্রেনিং লাগে তাদের ১ মাস ট্রেনিংয়েই হয়ে যাবে। যোগ্যতা অনুযায়ী কাজে যোগ দিতে পারবেন। ‘

কিন্তু চাকরি পেতে গিয়ে যাতে কোন হায়রানি শিকার না হতে হয় তার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেন,’আমি অরূপকে বল একটা ডেস্ক রাখতে। হায়রানির শিকার না হয়ে যাতে সঠিক জায়গা তাঁদের কাগজপত্র জমা দিতে পারেন। ‘

ধন্যধান্য প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘ক্রীড়াবিদদের জন্য আমরা অনেক নতুন সম্মান চালু করেছি। খেল সম্মান, বাংলার গৌরব, ক্রীড়া গুরু, জীবন কৃতি পুরস্কার।’ তিনি বলেন, ‘আমাদের ২১ জন এভারেস্ট জয় করেছে। স্বাধীনতার সময় থেকে এই সংখ্যাটি ছিল ৪। গত ১২ বছরে ২১ জন এভারেস্ট জয় করেছে। নবীন প্রজন্ম যেমন পড়াশুনা করবে তেমনি খেলাধুলাও করবে।’