Padma awards 2023: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হল পদ্মশ্রীর তালিকা, সম্মানে ভূষিত এরাজ্যের কতজন?

দেশের চিরাচরিত পরম্পরা অনুযায়ী প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হয় পদ্ম সম্মান। চলতি বছরে রয়েছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। আর ঠিক ২৬ জানুয়ারির আগে ঘোষিত হল পদ্মশ্রীপ্রাপকদের তালিকা। দেখে নেওয়া যাক, তালিকায় রয়েছেন কারা। বাংলা থেকে এই পদ্মশ্রীপ্রাপকদের তালিকায় কতজন রয়েছেন দেখা যাক।

নেপাল সূত্রধর- ২০২৩ সালে প্রয়াত হন পুরুলিয়ার খ্যাতনামা শিল্পী নেপাল সূত্রধর। পাঁচ দশক ধরে ছৌনাচের মুখোশ তৈরি করার ক্ষেত্রে তাঁর অভূতপূর্ব অবদান রয়েছে। তাঁকে মরোনোত্তর পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। এই খ্যাতনামা শিল্পীর মুখোশ তৈরিতে হাতেখড়ি খুব ছোট থেকে। তিনি মুখোশ নির্মাণের নানান ওয়ার্কশপেও ছিলেন এককালে।

সনাতন রুদ্র- প্রতিমা নির্মাণে অন্যতম প্রতিথযশা 

 

(বিস্তারিত আসছে)