Where is Sheikh Shahjahan? শেখ শাহজাহান কোথায়? এতদিনে সম্ভাব্য ঠিকানা জানালেন রাজ্যের কারামন্ত্রী

শাহজাহান শেখ কোথায়? এই প্রশ্নের উত্তর মেলেনি এখনও। শুভেন্দু অধিকারী আশঙ্কা করেছিলেন শাহজাহান হয়তো বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন। এদিকে রাজ্য পুলিশ গত কয়েকদিন ধরে চারদিকে খুঁজে ফেলেছে। তবুও খোঁজ মেলেনি। তবে রাজ্য পুলিশ এখনও খোঁজ দিতে না পারলেও শেখ শাহজাহান কোথায় থাকতে পারেন তার সম্ভাব্য জায়গার হদিশ দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,  শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। উনি অসুস্থ ছিলেন। তবে এখন কোথায় আছেন তা পুলিশ ঠিক খুঁজে বের করবে। অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না। তিনি হয়তো বাইরে কোথাও আছেন। কিন্তু পুলিশ চুপচাপ বসে নেই।

কিন্তু শাহজাহান কি আত্মসমর্পণ করবেন? এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, শাহজাহান আত্মসমর্পণ করবেন কি না এটা তার সিদ্ধান্ত। আমি এসব জানি না। ইডির কাছে হাজিরা দিতে সমস্যা হলে সময় চেয়ে নিতে পারে। ইডি অনেককে সময় দিয়েছে। এক্ষেত্রেও সময় দিতে পারে। 

তবে বিজেপি নেতৃত্বের দাবি, শাহজাহানকে কখন ধরা দিতে হবে সেটা ঠিক করবে তৃণমূল। তৃণমূল যবে বলবে তবে শাহজাহান বাইরে বের হবেন। 

কিন্তু প্রশ্ন হল শাহজাহান গেলেন কোথায়? নানা সময় নানা কথা বলা হচ্ছে। অভিযোগ উঠেছে শাহজাহানের উসকানিতেই আক্রান্ত হয়েছিল ইডি। সেক্ষেত্রে কোথায় গেলেন শাহজাহান সেই প্রশ্নের জবাব কিছুতেই মিলছে না।

সন্দেশখালিতে শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন, ‘দাদা’ কোথায় আছেন সেটা তিনি জানেন না। তবে এলাকা ছাড়েননি বলেই তাঁর দাবি। আবার শনিবার শাহজাহানের আর এক ঘনিষ্ঠ সঙ্গী দাবি করেছেন, ‘‌এলাকা ছাড়েননি শাহজাহান। এত বছর ধরে তিনি যাঁদের উপকার করে এসেছেন, এখন তাঁরাই ওঁকে এবং ওঁর পরিবারকে আশ্রয় দিয়েছেন।’‌

আর রাজ্যের মন্ত্রী কারামন্ত্রী অখিল গিরি অবশ্য ভিনরাজ্যে শাহজাহান থাকতে পারেন বলে সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে কি রাজ্য পুলিশের উপর যাতে আর দায় না থাকে সেকারণেই ভিন রাজ্যের কথা ঘোষণা করলেন রাজ্যের কারামন্ত্রী?