Firhad Hakim on Ram Rajya: রামরাজ্য় মানে কোনও একটি সম্প্রদায়ের মনে আঘাত দেওয়া নয়, সাফ কথা ফিরহাদের

রামরাজ্য প্রসঙ্গে বিঁধলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই রামরাজ্যের প্রসঙ্গ  তুলে খোঁচা দেন।

রামরাজ্য প্রসঙ্গে ফিরহাদ বলেন, রামরাজ্য অর্থাৎ ভেদাভেদ বন্ধ করা। রামরাজ্য মানে অসহিষ্ণ হওয়া নয়। রামরাজ্য মানে কোন একটা সম্প্রদায়ের মানুষের মনে আঘাত দেওয়া, তার বাঁচার অধিকার কেড়ে নেওয়াটা রামরাজ্য হতে পারে না। সাফ কথা জানালেন ফিরহাদ।

সেই সঙ্গেই তাঁর সংযোজন, রাজ্যপাল সাহেব চাকরি করেন। অ্যাপয়েন্টমেন্ট অথরিটিদের স্যাটিসফায়েড না করতে পারলে চাকরিটা চলে যাবে। রাম রাজ্য হচ্ছে না। রাবণ রাজ্য চলছে। ভারতের প্রত্যেকটা মানুষ অসহায় অবস্থার মধ্য়ে দিন কাটাচ্ছেন। গরিব মানুষ খেতে পাচ্ছেন না। মুদ্রাস্ফীতির এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বেকারত্ব হু হু করে বাড়ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। ….রামরাজ্য মানে সবাইকে নিয়ে চলা। সবার অধিকার। গব্বর সিংয়ের ভয়ে দেশের মানুষ থাকতে পারেন না। যে নেতা হবেন তাঁকে তো দেশের মানুষ ভালোবাসবেন, ভয় পাবেন না। 

প্রসঙ্গত এর আগে  রাজ্যপাল সিভি আনন্দ বোস রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার আগে জানিয়েছিলেন, আমি আমার বাংলার ভাই বোনেদের কাছে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে উৎসবটিকে আলোকময় করে তোলার আহ্বান জানাচ্ছি। বন্ধুরা আমরা সকলকে সহনশীল হওয়ার আবেদন জানাচ্ছি। ভুল তথ্য়ের শিকার হবেন না। আইন আপনার পক্ষে আছে। সামাজিক সংহতিকে উন্নীত করার জন্য় মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে। 

এদিকে ইন্ডিয়া জোটের অন্য়তম সঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপিতে যোগদান করতে পারেন এই জল্পনা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, জল্পনা সংবাদমাধ্যমে তৈরি হয়। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করার দরকারও নেই। আলোচনারও প্রয়োজন নেই।