IND vs ENG Day 2 Tea Break India score 309/5 leading by 63 runs against England at Rajiv Gandhi International Stadium at Hyderabad

হায়দরাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে লিড নিল ভারত (Team India)। চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩০৯/৫। ক্রিজে জমে গিয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ৫টি চার ও জোড়া ছক্কা মেরে ৪৫ রান করে অপরাজিত তিনি। সঙ্গে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার কে এস ভরত। ৯ রান করে অপরাজিত তিনি। সব মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৬৩ রানে এগিয়ে গিয়েছে ভারত।

সেঞ্চুরি পেলেন না যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। হায়দরাবাদে টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে অপরাজিত ছিলেন ৭৬ রান করে। ওয়ান ডে ক্রিকেটের ঢঙে আগ্রাসী ব্যাটিং করেছিলেন। তবে শুক্রবার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের সকালে আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৪ রান যোগ করে ফিরলেন যশস্বী। জো রুটের (Joe Root) বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে। ৮০ রান করে (IND vs ENG)।

তবে সেঞ্চুরির সুযোগ নষ্ট করলেন কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল। রাহুল ফিরলেন ৮৬ রান করে। বড় রান পেলেন না শুভমন গিলও (Shubman Gill)। ২৩ রান করে ফিরলেন। তবে ভারতের ইনিংসের হাল ধরেছিলেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২২২/৩।

দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতের আগ্রাসী মেজাজে ব্যাটিং চলছে। প্রথম সেশনে ২৭ ওভারে ১০৩ রান তোলে ভারত। ২ উইকেট হারিয়ে। দ্বিতীয় সেশনে ২৬ ওভারে ওঠে ৮৭ রান। আরও ২ উইকেট হারিয়ে। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ৪ ওভারে মাত্র ২ রান খরচ করে ইংল্যান্ড। চাপ কাটাতে গিয়ে আগ্রাসী শট খেলে ফেরেন শ্রেয়স।

প্রথম দিন বল করেননি জো রুট। দ্বিতীয় দিন শুরুতেই তাঁর হাতে বল তুলে দেন বেন স্টোকস। আর প্রথম ওভারেই যশস্বীকে ফিরিয়ে ভারতীয় ইনিংসকে ধাক্কা দেন অনিয়মিত স্পিনার রুট। তাঁর বলে ফিরতি ক্যাচ তুলেছিলেন যশস্বী। লাফিয়ে উঠে দুরন্ত রিফ্লেক্সের পরিচয় দিয়ে বল তালুবন্দি করেন রুট। পরের বলেই কে এল রাহুলকে ফিরিয়ে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি করেছিলেন রুট। তাঁর বলে রাহুলের কঠিন ক্যাচ ফেলেন বেন ফোকস। যদিও আম্পায়ার বাই রান দেন।

তারপর থেকে অবশ্য রাহুল সাবলীল ব্যাটিং করেন। স্পিনারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখিয়েছে কর্নাটকের ক্রিকেটারকে। ঠিক যখন মনে হচ্ছিল সেঞ্চুরি করবেন তিনি, টম হার্টলির বলে ফেরেন। এদিন শুরুতে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন গিল। শেষে যখন খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন, মিড উইকেটে ধরা পড়েন। টম হার্টলির বলে। গিলই হার্টলির প্রথম টেস্ট শিকার। 

আরও পড়ুন: বছরভর স্বপ্নের দৌড়ের পুরস্কার, বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ভারতের তারকা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন