Nitish Kumar: নীতীশের এনডিএ-তে ফেরার জল্পনা তুঙ্গে, শাহের সঙ্গে মিটিং বিহার বিজেপির

সত্যিই কি নীতীশ কুমার ফের বিজেপিতে ফেরত আসবেন? লোকসভা ভোটের মুখে এনিয়ে জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে। শুক্রবারও সেই জল্পনা অব্যাহত। এমনকী জেডিইউ তাদের জনপ্রতিনিধিদের পাটনায় ডাকতে পারেন বলেও খবর। এদিকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেখা যায় নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব পাশাপাশি বসে থাকলেও তারা পরস্পরের সঙ্গে বিশেষ কথা বলছিলেন না। এদিকে সূত্রের খবর রাতের জেডিইউ নেতৃত্ব নিজেদের মধ্য়ে মিটিংয়ে বসতে পারেন। অন্যদিকে রাজভবনে চা চক্রে অংশ নেবেন নীতীশ কুমার। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে। 

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিহারের বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই নতুন করে জল্পনা ছড়াতে শুরু করে। 

এদিকে প্রাক্তন উপমুখ্য়মন্ত্রী সুশীল কুমার মোদী অমিত শাহের সঙ্গে ওই মিটিংয়ে ছিলেন বলে খবর। শুক্রবার তিনি জানিয়েছেন, রাজনীতিতে নানা সম্ভাবনা থাকে। রাজনীতিতে দরজা কখনও বন্ধ হয় না। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, লোকসভা ভোটের প্রস্তুতি সংক্রান্ত ব্যাপারে মিটিং ছিল। এর সঙ্গে অন্য় কোনও ব্যাাপর নেই।

এদিকে ওয়াকিবহাল মহলের মতে, জেডিইউ যদি ফিরে আসতে চায় বিজেপিতে সেক্ষেত্রে বিজেপি অপর জোটসঙ্গী লোকজনশক্তি পার্টির সঙ্গে একটা কথা বলে নিতে চায়।

এলজেপি দলের রাম বিলাস গোষ্ঠীর নেতা চিরাগ পাসোয়ান শুক্রবার দিল্লির দিকে রওনা দেন। তিনি জানিয়েছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলবেন। তবে জেডিইউর ফিরে আসার সম্ভাবনা নিয়ে তিনি কোনও কথা বলতে চাননি। অন্যদিকে  হিন্দুস্তান আওয়াম মোর্চা নেতা রাম মাঝি জানিয়েছেন,  নীতীশ কুমার ফিরে আসলে তাঁকে স্বাগত জানানো হবে। 

আরজেডি নেতা মনোজ কুমার ঝা জানিয়েছেন সব কিছুই তো ঠিক আছে। মিডিয়া খালি তিলকে তাল করে তুলছে। কংগ্রেস নেতা প্রেম চাঁদ মিশ্র এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি। 

বিহার বিধানসভায় ২৪৩জন সদস্যের মধ্য়ে ৪৫জন সদস্য হলেন জেডিইউর। বিজেপি ও অন্যান্য সহযোগীদের সংখ্য়া ৮২। সরকার তৈরি করতে গেলে ১২২জন সদস্য়ের প্রয়োজন। আরজেডি, কংগ্রেস, বামেদের মিলিয়ে ১১৪জন বিধায়ক রয়েছেন। আরজেডির সঙ্গে রয়েছেন ৭৯জন বিধায়ক।