President’s Police Medal:বাংলায় দুর্নীতির তদন্তরত ৩ CBI অফিসার পাচ্ছেন রাষ্ট্রপতির পুলিশ পদক

আজ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে গোটা দেশজুড়ে। এই উপলক্ষে বিশেষ  কৃতিত্বের জন্য কলকাতা থেকে ৩ জন সিবিআই আধিকারিক পেতে চলেছেন রাষ্ট্রপতির পুলিশ পদক। এই ৩ জন হলেন কলকাতা দুর্নীতি দমন শাখার সিবিআই ইন্সপেক্টর রাহুল কুমার, কলকাতার নজরদারি ইউনিটের সহকারি পুলিশ সুপার ময়ূখ মৈত্র এবং সিবিআই কলকাতার প্রধান সিস্টেম বিশ্লেষক শ্রীনিবাস পিল্লারি। এই ৩ জন সিবিআই আধিকারিক বাংলায় একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছেন।

আরও পড়ুন: বাংলার ২২ জন পুলিশ কর্তা পেতে চলেছেন রাষ্ট্রপতি পুরস্কার, সাধারণতন্ত্র দিবসে প্রাপ্তি

জানা গিয়েছে, সিবিআই ইন্সপেক্টর রাহুল কুমার বেশ কয়েকটি আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছেন, যার মধ্যে রয়েছে রোজভ্যালি কেলেঙ্কারির মতো গুরুত্বপূর্ণ মামলা। তদন্তে তিনি একাধিক সাফল্য পেয়েছেন। গত কয়েক বছরে তিনি আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্তে ৪টি চার্জশিট জমা দিয়েছিলেন এবং তদন্তের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছিলেন। এছাড়াও কলকাতার নজরদারি ইউনিটের এএসপি ময়ূখ মৈত্র বিশেষ পরিষেবার জন্য পুলিশ পদক পাবেন। এছাড়াও শ্রীনিবাস পিল্লারি মেধাবী কাজের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক পাবেন।

প্রসঙ্গত, এবার রাষ্ট্রপতির পদক পেতে চলেছেন ৩১ জন সিবিআই অফিসার, যার মধ্যে বিশেষ পরিষেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ৬ জন আধিকারিক। আর ২৫ জন অফিসারকে মেধাবী পরিষেবার জন্য পুলিশ পদক দেওয়া হচ্ছে। বিশিষ্ট পরিষেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক প্রাপ্তদের মধ্যে  রয়েছেন সিবিআইয়ের যুগ্ম পরিচালক অমিত কুমার। তিনি বর্তমানে ছত্তিশগড় পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বিদ্যা জয়ন্ত কুলকার্নি, জাগরূপ এস গুসিনহা, সহকারি পুলিশ সুপার ময়ূখ মৈত্র, এএসআই সুভাষ চন্দ্র এবং হেড কনস্টেবল শ্রীনিবাসন ইল্লিক্কাল বহুলেয়ান।

মেধাবী সেবার জন্য পুলিশ পদক পাচ্ছেন ডিআইজি বীরেশ প্রভু সাঙ্গানাকাল, রাঘবেন্দ্র বৎসা, শারদা পান্ডুরং রাউত এবং প্রেম কুমার গৌতম, উপ-আইন উপদেষ্টা মনোজ চালাদান, শ্রীনিবাস পিল্লারি, এএসপি অমিত বিক্রম ভরদ্বাজ, ডেপুটি পুলিশ সুপার প্রকাশা কমলাপ্পা, কে মধুসূধন, অজয় কুমার, আকাংশা গুপ্তা প্রমুখ।