Viral Video:ভোট প্রচারে জলজ্যান্ত বাঘ, সিংহ নিয়ে মিছিলে হাজির সমর্থকরা, পাকিস্তানের নির্বাচনে আর কিছু বাকি রইল না!

পাকিস্তানের ভোট যত এগিয়ে আসছে, ততই তা কাড়ছে নজর। নানান কারণে এযাবৎকালে পাকিস্তানের ভোট খবরে থেকেছে। সেদেশে ইমরান পরবর্তী শাসনকালে খোদ সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পরিস্থিতি, ইসলামাবাদে ফের আরও এক প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ফিরে আসা, সব কিছুই পাকিস্তানের রাজনৈতিক ঘূর্ণাবর্তে দাগ কেটেছে। তবে পাকিস্তানের ভোট প্রচারে এক মিছিলে জলজ্যান্ত বাঘ আর সিংহ নিয়ে এসে নওয়াজ শরিফের সমর্থকরা খবরের শিরোনাম কেড়ে ফেললেন!

যতটা না খবর হয়েছে মিছিল থেকে আসা রাজনৈতিক বার্তা নিয়ে, তার থেকে বেশি খবর হচ্ছে মিছিলে থাকা খাঁচা বন্দি বাঘ, সিংহ নিয়ে! ঘটনা পাকিস্তানের। আগামী মাসেই পাকিস্তানে সাধারণ নির্বাচন। ভোট ময়দানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সমর্থকরা আপাতত জোরদার প্রচারে। দীর্ঘ স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে নওয়াজ শরিফ ভোটের আগে পা রেখেছেন ইসলামাবাদে। তিনি এবারের ভোটে দলের তরফের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। পাক ভোটের আগাম হাওয়া বলছে, রাজনৈতিক পাল্লা ভারী রয়েছে নওয়াজের পক্ষে। রয়েছে সমর্থকদের বিপুল উচ্ছ্বাস। আর সেই উচ্ছ্বাসে ভর করে নওয়াজের পার্টির প্রচারে মিছিলের মধ্যেই বাঘ, সিংহ নিয়ে এসে হাজির হলেন সমর্থকরা। পাকিস্তানের এনএ ১৩০ কেন্দ্রের প্রচারে সেই ছবি দেখা গিয়েছে। এদিকে, মিছিলের মধ্যে সকলে বাঘ, সিংহের খাঁচার দিকে ছুটলেন। বাঘ, সিংহের সঙ্গে ছবি তোলার হিড়িক ছিল চোখে পড়ার মতো। তবে শুধু যে নওয়াজের পার্টির ওই একটিই মিছিলে বাঘ, সিংহ দেখা গিয়েছে, তা নয়। তারসঙ্গে পার্টির একাধিক মিছিলে এমন বাঘ, সিংহকে দেখা গিয়েছে খাঁচা বন্দি অবস্থায়। এবার প্রশ্ন উঠতে পারে, কেন ভোটের প্রচারে বাঘ বা সিংহ আনা হচ্ছে? তার জবাবও রয়েছে।

পাকিস্তানে নওয়াজ শরিফকে রাজনৈতিক সমর্থকরা ‘পঞ্জাবের সিংহ’ বলে অভিহিত করেন। আর সেই সূত্র ধরে নওয়াজের ভোটের প্রচারে প্রতীকী হিসাবে সিংহ ও বাঘ আনা হচ্ছে। এর আগে, নওয়াজের বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা ছিল। সেই সময় তিনি দোষীও সাব্যস্ত হন। তবে এরপরই তিনি স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে চলে যান। সদ্য তিনি লন্ডন থেকে ইসলামাবাদে ফেরেন। আর দেশে ফিরে যাবতীয় আইনি জটিলতা কেটে যেতেই তিনি ভোটে দাঁড়িয়েছেন। তবে তাঁর সমর্থকরা এভাবে বাঘ, সিংহ এনে তাঁর দলীয় প্রচারে অংশ নেওয়ায় বেঘ ক্ষুব্ধ নওয়াজ। পিএমএনএল সুপ্রিমো নির্দেশ দিয়েছেন যাতে, এই বাঘ আর সিংহকে দ্রুত তাদের নির্দিষ্ট স্থানে পাঠানো যায়।