মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক বিজনেস সামিট অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মো. আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল ও পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল।

ব্যাংকের ১৫২টি শাখার প্রধান, ৪২টি উপশাখার ইনচার্জ, রিজিওনাল হেড ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা সম্মেলেনে অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনীতিতে মন্দাবস্থা বিরাজ করছে। যে কারণে ২০২৩ সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরূপ অর্জিত হয়নি।’

মো. কামরুল ইসলাম চৌধুরী ২০২৪ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ, বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একইসঙ্গে তিনি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণ দানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি গ্রাহক সেবার মান বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর স্মার্ট ব্যাংকিং নিশ্চিত করতে সবাইকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।