75th Republic Day: ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধানকে রক্ষা করতে হবে’! সাধারণতন্ত্র দিবসে বার্তা অভিষেকের

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসীকে সংবিধানের গুরুত্ব স্মরণ করালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর অঙ্গীকার সংবিধানকে আমৃত্যু রক্ষা করতে হবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে।

শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সংবিধান নিছক আইনজীবীর নথি নয়, এটি জীবনের চালিকাশক্তি। আজ যখন আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি, তখন আসুন আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার শপথ নিই। যাই হোক না কেন, আমাদের কণ্ঠস্বর সর্বদা সমতা, স্বাধীনতা এবং ন্যায়বিচারের আদর্শকে প্রতিধ্বনিত করবে!’

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল বারবার সংবিধানকে না মানার অভিযোগ এনেছে। সাধারণতন্ত্র দিবসের দিন সেই সংবিধানকেই ‘জীবনের চালিকাশক্তি’ হিসাবে বার্তা দিয়ে আবারও ঘুরিয়ে বিজেপিকেই নিশানা করলেন তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত, এবারের বইমেলায় দলের মুখপত্র জাগো বাংলার স্টলকে সংবিধানের আদলে সাজাতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে জোগো বাংলার স্টল সাজানো হয়েছে।

সাধারণতন্ত্র দিবসের আরও প্রতিবেদন

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাঙ্ক থেকে ‘রামমন্দির’, নীরজ চোপড়ার রেজিমেন্ট, দেখুন ছবি