Ayodhya Ram Temple: সুকান্ত-দিলীপ-শুভেন্দু কিএকসঙ্গে রামমন্দির দর্শনে যাবেন? আলোচনা এখন বঙ্গ BJP-তে

সুকান্ত-দিলীপ-শুভেন্দু, একসঙ্গে কী রামমন্দির যাবেন? দলের একাংশ চাইছেন রাজ্যে দলের ঐক্যবন্ধ চেহারা দেখাতে একসঙ্গে যান তিনজনে। তা কতটা সম্ভব তা এখনও বলা যাচ্ছে না। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে অযোধ্যায় যাবেন বঙ্গ-বিজেপির ৩ নেতা।

এই সময়ের প্রতিবদন অনুযায়ী, কোন নেতা কার সঙ্গে রামমন্দির যাবেন তা নিয়ে কোনও চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি। তবে একাংশ চাইছেন লোকসভা ভোটের আগে দলের ঐক্যবদ্ধ চেহারাটা দেখাতে তিনজনে একসঙ্গে অযোধ্যা যান।

প্রসঙ্গত, রাজ্যস্তরে কোনও কর্মসূচিতে এই তিন নেতাকে একসঙ্গে দেখা যায়নি। শেষ তাঁদের একসঙ্গে দেখা যায় ব্রিগেডে গীতাপাঠের আসরে। যদিও সেই অনুষ্ঠানে তিনজনে একসঙ্গে বসেননি।

২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উলপক্ষে এক শোভাযত্রায় হাঁটেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদাররা নিজের এলাকাতেই কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।

বিজেপির এক প্রবীণ নেতার জানিয়েছেন, ওই তিনজনকে একসঙ্গে দেখা যায় শুধুমাত্র দিল্লি থেকে অমিত শাহের মতো কোনও নেতা এলে। এর ফলে নীচতলায় ভুল বার্তা যাচ্ছে। তাই কর্মীদের বার্তা দিতে লোকসভা ভোটের আগে কোনও কর্মসূচিতে ওঁদের একসঙ্গে থাকা উচিত। বিশেষ করে, তিনজনে যদি একসঙ্গে অযোধ্যা যান তবে সব থেকে ভাল হয়।

পড়ুন। শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধানকে রক্ষা করতে হবে’! সাধারণতন্ত্র দিবসে বার্তা অভিষেকের

এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের বিজেপি নেতারা দল বেঁধে অযোধ্যা যাওয়ার পরিকল্পনা করছেন। কেউ কেউ আবার ওই কর্মসূচি স্থগিত রেখেছেন কিছু সপ্তাহের জন্য।

সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি বিজেপি নেতাদের সঙ্গে দলবেঁধে অযোধ্যা যাবেন। তবে এখনও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাংবাদমাধ্যমকে বলেছেন, ‘লোকসভা অধিবেশন শেষ হলে অযোধ্যায় যাওয়ার কথা ভাবছি। সবাই দল বেঁধে গেলে তো ভালোই। দেখা যাক কী হয়।’

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য দল বেঁধেই অযোধ্যা যাওয়ার পরিকল্পনা করেছেন। তাঁর কথায়, ‘১৯৮৯ সালে বাংলা থেকে আমরা বেশ কয়েকজন করসেবা করতে অযোধ্যায় গিয়েছিলাম। তাঁরাই সবাই মিলে ফেব্রুয়ারির মাঝামাঝি রামমন্দির দর্শনে যাব বলে পরিকল্পনা করছি।’

বিধানসভায় বিজেপির সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, সবাই একসঙ্গে রামমন্দির যাবেন কিনা সে ব্যাপারে কিছু ঠিক হয়নি।

সবাই এখন তাকিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। শোনা যাচ্ছে বিধানসভার অধিবেশন শেষ হলে শুভেন্দু সবাইকে নিয়ে অযোধ্যা যাবেন।