Help Stray Dogs: পথ কুকুরদের পরিয়ে দেওয়া হল বিশেষ বেল্ট, কমতে পারে প্রাণহানির সংখ্যা

ছোট্ট একটি প্রচেষ্টা। সরল অবলা প্রাণকে বাঁচানোর প্রচেষ্টা। বিপথগামী কুকুরদের জীবন ও তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারানো থেকে বাঁচানোর জন্যই নেওয়া হল এক দারুণ পদক্ষেপ। হুগলি জেলায় ঘটেছে এই দারুণ ঘটনাটি। পথ কুকুরদের জন্য এবার বিশেষ ভাবে ভেবেছে সে জেলার পুলিশ প্রশাসন। নিয়ে আসা হয়েছে এমনই এক বেল্ট, যা প্রাণীগুলোর গলায় পরিয়ে দিতে পারলেই হবে। প্রাণে বেঁচে যাবে তারা। কিন্তু কীভাবে এটি সম্ভব! একটি সাধারণ বেল্ট পরে কীভাবে প্রাণ বাঁচানো সম্ভব রাস্তার দুরন্ত কুকুরদের!

  • কীভাবে কাজ করবে এই বেল্ট?

আসলে, ওই বেল্ট কোনো সাধারণ বস্তু নয়। বেল্টগুলিতে লাগানো রয়েছে ফ্লুরোসেন্ট হাইলাইটার। সুন্দরবনে বাঘের গতিবিধি খেয়াল রাখতে বাঘের গলায় রেডিও কলার পরানোর মতো করে এই রিফ্লেক্টিং কলার বেল্ট পরানো হচ্ছে কুকুরদের। হুগলির মগড়ার চন্দ্রহাটির পুলিশ প্রশাসন নিয়েছে এমন অভিনব ব্যবস্থা। তাঁদের দাবি, বিপথগামী প্রাণীদের গলায় ওই হাইলাইটার বেল্ট পরিয়ে দিলেই সচেতন হয়ে যাবে মানুষ। গাড়ি চালকদের সেগুলি চালানো থেকে সহায়তা করবে। গাড়িচাপা পড়ে প্রাণটা দিতে হবে না ওদের।

বিশেষ করে কুয়াশাচ্ছন্ন রাতে অনেক কুকুর দৌড়ে চলে যায়, প্রায়ই প্রাণীটি দেখা যায় না বললেই চলে। এমন সময় দূর থেকে চালকও বুঝতে পারেন না। মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। আর এই প্রতিফলক বেল্টগুলি এই ধরনের সড়ক দুর্ঘটনার সংখ্যা কমাতেই সাহায্য করবে বলে তিনি দাবি করেন।বেল্টগুলি সাধারণত শীতকালে লাগানো হয় এবং সেগুলি অন্তত গ্রীষ্ম পর্যন্ত স্থায়ী হয় বলেই জানা গিয়েছে।

কীভাবে কাজ করবে এই বেল্ট?

(Hindustan Times )

উল্লেখ্য, এদিন কুন্তিঘাট থেকে বিটিপিএস টাউনশিপ পর্যন্ত সব কুকুরদের গলাতেই এই বেল্ট পরানো হয়েছে। এই অভূতপূর্ব উদ্যোগটি নিয়েছেন চন্দ্রহাটি ফাঁড়ির এএসআই রোলান্ড লিপাট। তাঁর কাজে খুশি স্থানীয়রা। এই প্রথম নয়, এর আগেও এমন উদ্যোগ নেওয়া হয়েছিল বরিভোলির একটি NGO-র তরফে। জানানো হয়েছিল, একটি ফলো-আপ জরিপে দেখা গেছে যে প্রতিফলক বেল্ট লাগানোর পর থেকে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে।

এ প্রসঙ্গে একজন বাইকার জানিয়েছিলেন যে এটি কেবল বিপথগামী প্রাণীটিকেই সাহায্য করে তা নয়, দু-চাকার চালকদেরও বাঁচায়। এটি রাইডারকে আগে থেকেই সতর্ক করে ফেলে, শেষ মুহূর্তে ব্রেক ঠেকাতে সাহায্য করে। সুতরাং, এই রিফ্লেকটিং ব্লেট পথ কুকুরদের পাশাপাশি বাইকারের গুরুতর ক্ষতি প্রতিরোধেও সহায়তা করে।