India vs South Africa Indian mens hockey team beats South Africa 3-0 know details

জোহানেসবার্গ: হকিতে ভারতের ‘আচ্ছে দিন’।

আন্তর্জাতিক হকি ফেডারেশন আয়োজিত ফাইভ এস মহিলাদের হকি বিশ্বকাপের (FIH Hockey5s Womens World Cup) ফাইনালে উঠেছে ভারত। ওমানের মাসকটে শুক্রবার সেমিফাইনালে ভারত ৬–৩ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখাল ভারতের পুরুষ দলও। শুক্রবার আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ৩-০ গোলে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখল ভারতীয় পুরুষ হকি (Hockey) দল।

ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ (২ মিনিট), অভিষেক (১৩ মিনিট) ও সুমিত (৩০ মিনিট)। ম্যাচের শুরুতেই পেনাল্টি কর্নার পায় ভারত৷ অধিনায়ক হরমনপ্রীত জোরাল ড্র্যাগ ফ্লিক করে প্রতিপক্ষের জাল খুঁজে নেন৷ দ্বিতীয় মিনিটেই ভারতকে এগিয়ে দেন৷ প্রথম কোয়ার্টারের মাত্র কয়েক মিনিট বাকি থাকতে অভিষেক (১৩ মিনিট) আক্রমণাত্মক মুভ করতে সক্ষম হন এবং দক্ষিণ আফ্রিকার গোলরক্ষককে পরাস্ত করে ভারতের লিড বাড়িয়ে তোলেন।

দ্বিতীয় কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকার মুহূর্মুহূ আক্রমণ সত্ত্বেও ভারতের রক্ষণ বিভাগ তাদের দৃঢ়তা বজায় রেখেছিল। শেষ পর্যন্ত ক্লিন শিট রেখেই মাঠ ছাড়ে ভারত। হাফটাইমের ঠিক আগে সুমিত (৩০ মিনিট) আরও একটি ফিল্ড গোল করতে সক্ষম হন। যার ফলে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। হাফটাইমের পর দক্ষিণ আফ্রিকা গোল করার তাগিদ দেখাতে শুরু করলেও ভারতীয় ডিফেন্স ভাঙতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে আক্রমণ-প্রতি আক্রমণ দেখা গেলেও দুই দলের কেউই আর গোল করতে পারেনি।

 

ম্যাচের শেষ বাঁশি বাজতেই ৩-০ ব্যবধানে সহজ জয় তুলে নেয় ভারত। ২৮ জানুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচ খেলবে ভারত।                                                            

আরও পড়ুন: দশহাজারি মনোজ! সাফল্য উৎসর্গ করছেন স্ত্রী সুস্মিতাকে, তবু কেন আক্ষেপ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন