Putin Praises Modi: ‘ভরসা করা যায়…’, মোদী বন্দনায় পুতিন, বলিউডের সুরে ভারতকে শুভেচ্ছা রাশিয়ার

বিগত বহু বছর ধরেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারতের অবস্থান নিয়ে আরও সরব হয়েছেন তিনি। দিল্লির ‘স্বাধীন’ বিদেশ নীতির বারবার প্রশংসা করেছেন পুতিন। আর সম্প্রতি আরও একবার ভারতের বিদেশ নীতি এবং প্রধানমন্ত্রী মোদীর প্রংশা শোনা গেল পুতিনের গলায়। রুশ প্রেসিডেন্ট অকপটে বলেন, ‘ভারতের ওপর ভরসা করা যায়।’ (আরও পড়ুন: এই প্রথম! পদ্মভূষণ পাচ্ছেন তাইওয়ানের ব্যবসায়ী, ঘুরিয়ে চিনকে বার্তা দিল ভারত?)

ভারতের বিদেশ নীতি এবং মোদীর বিষয়ে পুতিন বলেন, ‘বর্তমানে বিশ্বে দ্রুত গতিতে অর্থনৈতিক বৃদ্ধি ঘটানো দেশগুলির মধ্যে অন্যতম হল ভারত। আর সেটা সম্ভব হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে। তাঁর নেতৃত্বের সময়ই ভারত এত দ্রুত গতিতে এগোতে শুরু করেছে। ভারত বর্তমানে স্বাধীন বিদেশ নীতি নিয়ে চলছে। আজকের বিশ্বে তা কোনও ভাবেই সহজ নয়। তবে দেড়শো কোটি জনসংখ্যার দেশ ভারতের এটা করার অধিকার আছে। এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সেই অধিকারেরই প্রতিফলন ঘটছে। এটা শুধু একটা বিবৃতি নয়। বাস্তবে এটা ঘটছে। এবং আমাদের পার্টনারদের বেছে নেওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হয়, আমরা কি অমুক দেশ এবং তাঁর নেতৃত্বের ওপর ভরসা করতে পারি? তবে ভারতের ক্ষেত্রে এই সংক্রান্ত কোনও সংশয় নেই।’ (আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাঙ্ক থেকে ‘রামমন্দির’, নীরজ চোপড়ার রেজিমেন্ট, দেখুন ছবি)

প্রসঙ্গত, বিগত দিনে ভারত-আমেরিকার সম্পর্ক ক্রমেই মধুর হয়েছে। তবে এর মাঝেও রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বে চিড় ধরেনি। ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের ওপর ‘চাপ’ সৃষ্টি করা হলেও সস্তায় রাশিয়ার থেকেই জ্বালানি তেল কিনেছে ভারত। এর আগে আমেরিকার নিষেধাজ্ঞার হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে এস৪০০ মিসাইল সিস্টেম কিনেছে ভারত। এদিকে ইউক্রেন যুদ্ধের পর থেকেই ভারত-রুশ সম্পর্কে ‘বাধা’ হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশ। তবে পশ্চিমী দেশগুলির চাপের মুখে মাথা নত করেনি মোদী সরকার। জ্বালানি তেল কেনা প্রসঙ্গে ভারত স্পষ্ট ভাষায় জানিয়েছে, দেশের জনগণের স্বার্থে সস্তায় তেল পেলে, তা কেনা হবেই। এমনকী যুদ্ধের সমালোচনা করলেও রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটি থেকে ধারাবাহিক ভাবে বিরত থেকেছে ভারত।

এদিকে ভারতের প্রজাতান্ত্রিক দিবস উপলক্ষে ‘গদর’ সিনেমার একটি গান গেয়ে শুভেচ্ছা জানাল রাশিয়া। নয়াদিল্লিতে রাশিয়ার দূতাবাসের কর্মীরা দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গদরের গানের তালে নাচেন। সেই ভিডিয়ো তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়। ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ ভারত ও রাশিয়ার বন্ধুত্বের কথা তুলে ধরেন। এদিকে পোস্টে #Bharat-এর উল্লেখ ছিল। যা বেশ তাৎপর্যপূর্ণ।