Yashasvi Jaiswal Has No Regrets Despite Missing Out On A Hundred In IND Vs ENG 1st Test

হায়দরাবাদ: ভারতের মাটিতে নিজের প্রথম টেস্ট, আর তাতেই বিধ্বংসী ব্যাটিং। লাল বলের ক্রিকেটে তরুণ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। যে ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট নিয়ে গোটা বিশ্বে এত শোরগোল, তাঁদের বিরুদ্ধেই শতাধিক স্ট্রাইক রেট নিয়ে নিজের ইনিংস খেলেন যশস্বী। দুর্ভাগ্যবশত শতরান হাতছাড়া হয় তাঁর। তবে তাতে কিন্তু হতাশ হতে নারাজ তরুণ যশস্বী। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs ENG 1st Test) ১০টি চার ও তিনটি ছক্কার সুবাদে ৭৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন। তবে দ্বিতীয় দিনের শুরুতেই জো রুটের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন যশস্বী। ইনিংসের প্রথম ওভারে রুটের বল আসায় তিনি হতচকিত হয়ে আউট হয়েছেন, এমনটা মানতে নারাজ যশস্বী। তরুণ ওপেনার বলেন, ‘কোনও না কোনও সময় যে ও (রুট) বল করতে আসবে, সেটা তো জানা ছিলই। ও প্রথম ওভার করতেই পারে, আমি ওর জন্য প্রস্তুতই ছিলাম। তবে আমি নিজের পরিকল্পনা মতো ব্যাটিং করে নিজে যেমনটা খেলি, তেমনই খেলতে চাইছিলাম। এই প্রক্রিয়ায় কখনও কখনও ভুল করে আউট হতে পারি। আমি তো এখনও সবটাই শিখছি। ভুল হতে তাই বরাবরই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের উন্নতি ঘটানোর চেষ্টাতেই থাকি আমি।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: চোখধাঁধানো ব্যাটিংয়ে দুরন্ত ট্রিপল হান্ড্রেড, প্রথম শ্রেণির ক্রিকেটে তন্ময়ের ইতিহাস