তৃণমূল MLA খগেশ্বর রায়ের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ, মমতার সভার প্রস্তুতি দেখে ফেরার পথে হামলা

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি যাবেন শিলিগুড়ি। সেখানের ফুলবাড়িতে রয়েছে তাঁর কর্মসূচি। সেই কর্মসূচিতে সভার প্রস্তুতি দেখে ফেরার সময় বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িতে ঢিল ছুড়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বাড়ি ফেরার সময় সন্ন্যাসীকাঁটা নামে একটি এলাকার চা বাগান এলাকায় তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে বিধায়কের গাড়ির কাচ ভেঙে যায়।

তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনায় বিরোধীদের দিকে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক খগেশ্বর রায়। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে খগেশ্বর রায় বলেন,’ সাড়ে ৪টা নাগাদ ফুলবাড়ি-২ যাই বৈঠক করতে। সেখান থেকে সন্ন্যাসীকাঁটা হয়ে ৭টা ২০ নাগাদ বেরোই। কুণ্ডুবাগানে আমার গাড়ির উপর হামলা হয়। আমি সামনের আসনে ছিলাম। আমার উপর হামলাই লক্ষ্য ছিল। বিজেপি ও কংগ্রেস যৌথভাবে এটা করেছে বলেই আমার মনে হয়।’ তিনি জানান সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছবেন। তিনি ৭ হাজার লোককে সেখানে জমির পাট্টা দেবেন। সেই গোটা পর্বের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন খগেশ্বর রায়। তাঁর অভিযোগ তাঁর গাড়িতে হামলার নেপথ্যে কংগ্রেস ও বিজেপি রয়েছে। তবে এই হামলায় তিনি আহত হননি। দেখা গিয়েছে, তাঁর গাড়ির কাচ ভেঙে যায় ওই হামলার জেরে।

(Weather Winter Forecast: বাংলায় শীত কি এবার প্য়াভিলিয়ানের দিকে? কাঁপুনি দেওয়া ঠান্ডা নিয়ে কী পূর্বাভাস? রইল আবহাওয়ার খবর )

এদিকে, খগেশ্বর রায়ের উপর হামলার নিন্দা করেছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী এই হামলার নিন্দার পাশাপাশি, জানিয়েছেন, তাঁর দল এই হামলার সঙ্গে জড়িত নয়। অন্যদিকে, কংগ্রেসও এই হামলার কড়া নিন্দা করেছে। কংগ্রেসের জেলার নেতা নব্যেন্দু মৌলিকও জানিয়েছেন, তাঁর দল এই হামলার সঙ্গে যুক্ত নয়। তাঁদের দাবি, এই হামলা বুঝিয়ে দিচ্ছে এলাকায় তৃণমূলের বিধায়কই খোদ সুরক্ষিত নন। বিরোধীদের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল। এদিকে, তৃণমূলের দাবি, এই ঘটনা আগামিকাল মমতার সভা বানচালের চেষ্টা। আর সেই কারণেই এমনটা ঘটানো হয়েছে বলে তৃণমূলের দাবি।