Kulkarni’s 108 helps india u19 cricket team thrash USA by 201 runs get to know

ব্লুমফনটেন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত (Indian U19 Cricket Team)। যুক্তরাষ্ট্রকে ২০১ রানে হারিয়ে দিল উদয় সহরনের দল। এখনও পর্যন্ত কোনও ম্য়াচেই হারেনি ভারত। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। আর্শিন কূলকর্নীর সঙ্গে ওপেনে নেমেছিলেন আদর্শ সিংহ। তিনি ২৫ রান করে ফিরলেও এদিন দুরন্ত শতরানের ইনিংস খেলেন কূলকর্নী। ১১৮ বলে ১০৮ রানের ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। মুশির খান ৭৩রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। অধিনায়ক উদয় সহরন ২৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেন ১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। প্রিয়াংশু মোলিয়া ২৭ রান করেন ও সচিন দাস ২০ রান করেন। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৩২৬ রান বোর্ডে তুলে নেয়। 

 


জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি তুলতে পারেনি যুক্তরাষ্ট্র। উৎকর্ষ শ্রীবাস্তব ৪০ রানের ইনিংস খেলেন। তিনিই দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন। ভারতের হয়ে ৪ উইকেট নেন নমন তিওয়ারি। 

মরশুমের প্রথম রঞ্জি জয় বাংলার

 অসমের বিরুদ্ধে (Bengal vs Assam) প্রথম ইনিংসে অনুষ্টুপ মজুমদার ও অধিনায়ক মনোজ তিওয়ারির অনবদ্য শতরানে ভর করে ৪০০ রানের গণ্ডি পার করে ফেলেছিল বাংলা। তারপর অসমকে মাত্র ১০৩ রানে অল আউট করার পর সাত পয়েন্টের লক্ষ্যেই যে মনোজরা ঝাঁপাবেন তা নিশ্চিত ছিল। তাঁদের মনবাসনাও পূর্ণ হল। অসমকে ইনিংস এবং ১৬২ রানের বিরাট ব্যবধানে হারাল বাংলা। ব্যাটে বলে ম্যাচের নায়ক তরুণ সূরয সিন্ধু জয়সওয়াল (Suraj Sindhu Jaiswal)। দ্বিতীয় ইনিংসে তাঁর পাঁচ উইকেটে ভর করেই অসমকে ১৪০ রানে অল আউট করে দিল বাংলা। ব্যাট হাতে ৫২ রানের ইনিংসের পর প্রথম ইনিংসে তিন ও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ায় সূরযই ম্যাচের সেরা নির্বাচিত হন। এ মরশুমের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) এটাই বাংলার প্রথম জয়। 

আরও দেখুন