Mamata vs Suvendu: মাধ্যমিক শুরুর দিন ধরনায় বসার হুঁশিয়ারি মমতার, শুভেন্দু বললেন, পালটা ধরনাও হবে

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ফেব্রুয়ারি থেকে ধরনায় বসলে পালটা ধরনায় বসবে বিজেপি। সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, ওই দিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কী করে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী?

এদিন সাংবাদিকদের মুখে মুখ্যমন্ত্রীর ধরনায় বসার ঘোষণা শুনে শুভেন্দুবাবু বলেন, ‘ওটা নাটক। পরীক্ষা চলাকালীন ধরনায় বসলে পালটা ধরনাও হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কেউ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না। বাংলার সাধারণ মানুষ, কৃষক পরিবারের সদস্যদের পরীক্ষায় সমস্যা তৈরি করলে তার উচিত জবাব দেব। উনি ধরনায় বসলে ওনার চুরির হাড়ি হাটে ভাঙতে পালটা ধরনাও হবে। বাংলায় কেন আয়ুষ্মান ভারত হল না? কেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা হল না? কেন বাংলায় ৭৫ লক্ষ উজালা কানেকশনের একটাও DMরা মঞ্জুর করলেন না? এই প্রশ্ন তুলে সমস্ত বিজেপি বিধায়ক ও কর্মীরা ধরনায় বসবেন।’

১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় বকেয়া পরিশোধ করা না হলে ২ ফেব্রুয়ারি থেকে ধরনায় বসার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গে এক জনসভায় মমতা বলেন, ‘১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা ২ বছর ধরে দিচ্ছে না কেন্দ্র। তার পরও আমরা রাজ্যের টাকায় কাজ করছি। ১ ফেব্রুয়ারির মধ্যে বকেয়া না মেটালে আমি ধরনায় বসব’। বলে রাখি, ২ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরুর সমস বেলা ১১টা ৪৫ থেকে এগিয়ে সকাল ৯টা ৪৫ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।