Suvendhu on Rahul Gandhi: ‘কে হরিদাস পাল? একটা গান্ডু!’ রাহুল গান্ধীর নাম শুনে বললেন শুভেন্দু অধিকারী

দু’ দিনের বিরতির পর রবিবার পশ্চিমবঙ্গে ফের শুরু হয়েছে রাহুল গান্ধীর রথযাত্রা। আর সেই যাত্রা শুরুর কিছুক্ষণ আগে কংগ্রসের অন্যতম শীর্ষনেতাকে বেলাগাম ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখে রাহুল গান্ধীর নাম শুনে শুভেন্দুবাবু বলেন, ‘ও একটা গান্ডু’

এদিন শুভেন্দুবাবুকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে দৃশ্যত বিরক্ত হন তিনি। বলেন, ‘গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী…. রাহুল গান্ধী। কে হরিদাস পাল? একটা গান্ডু। বলছে, স্টোভের ওপর কয়লা দিয়ে সকাল বেলা চা তৈরি হয়। স্টোভের ওপরে কয়লা দেওয়া হয় আমি তো দেখিওনি শুনিওনি। যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিম বাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি। এই পার্টির কোনও অস্তিত্ব নেই’।

রবিবার জলপাইগুড়ি থেকে ফের শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন দুপুরে জলপাইগুড়িতে রোড শো করেন রাহুল। এর পর শিলিগুড়িতে থানা মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত শোভাযাত্রা করেন তিনি। শোভাযাত্রা শেষে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলির হাত শক্ত করার দাবি জানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

ওদিকে রাহুলের কর্মসূচিতে পদে পদে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ও তাদের পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে। রবিবার সকালে জলপাইগুড়িতে রাহুল গান্ধীর শোভাযাত্রার পথ নিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের একপ্রস্থ বিবাদ হয়। এছাড়া রাহুল গান্ধীর যাত্রা পথে কাটআউট, ফ্লেক্স ছেঁড়ের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।