Upper primary counselling: ২ মাস পরেও হল না উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সেলিং, প্রশ্নের মুখে SSC

কথা রাখল না স্কুল সার্ভিস কমিশন। দ্রুত দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল এসএসসি। কিন্তু, প্রায় দুমাস কেটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হল না। তা নিয়ে ক্ষুব্ধ প্রার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকের প্রথম দফার কাউন্সেলিং শুরু হয়েছিল গত ৬ নভেম্বর থেকে। ২ ডিসেম্বর পর্যন্ত চলেছে কাউন্সেলিং। পরীক্ষার পরেও দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় অনেকেই নিয়োগের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে নতুন করে কাউন্সেলিং শুরু হওয়ার পর আবার প্রার্থীদের মধ্যেই নিয়োগের আশা জেগেছে।  দ্বিতীয় দফার কাউন্সেলিং দ্রুতই শুরু হবে বলে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। যদিও এনিয়ে এখনও পর্যন্ত এ বিষয়ে হেলদোল দেখা যাচ্ছে না কমিশনের। এনিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং চালিয়ে যেতে পারবে SSC, এল সুপ্রিম বার্তা

এর আগে এসএসসির তরফে জানানো হয়েছিল দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের দিনক্ষণ নোটিশ দিয়ে জানানো হবে। প্রথম পর্বের কাউন্সেলিংয়ে ৮৯০০ জন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। তাতে অবশ্য অনুপস্থিত ছিলেন ১০২৫ জন প্রার্থী। আবার ৯৪ জন প্রার্থী কাউন্সিলিংয়ে স্কুল বাছাই করেননি। ফলে যে শূন্যপদ তৈরি হয়েছে তারফলে কমপক্ষে ২ হাজারের বেশি প্রার্থীর ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ২৫০০ জনের কিছু বেশি প্রার্থীর দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ে ডাক পাওয়ার কথা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দ্বিতীয় কাউন্সেলিংয়ের জন্য কোনও নোটিশ জারি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রার্থীরা। তাদের বক্তব্য, নিয়োগ সম্পর্কিত মামলা কলকাতা হাইকোর্টে চলছে। 

প্রথমে এসএসসির তরফে জানানো হয়েছিল বর্তমানে যেহেতু নবম দশমের মামলার তদন্ত চলছে তাই সে ক্ষেত্রে ইডি, সিবিআই আধিকারিকদের নিয়মিত যাতায়াত লেগে আছে। এই সমস্ত ব্যস্ততার কারণে তাদের পক্ষে কাউন্সেলিং সম্ভব হয়নি। যদিও চাকরিপ্রার্থীদের দাবি, জানুয়ারির প্রথম সপ্তাহে সিবিআইকে তথ্য দেওয়া শেষ হয়েছে। তা সত্ত্বেও কেন কাউন্সেলিং শুরু হল না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা।এসএসসির বক্তব্য, নিয়োগ দুর্নীতিতে মামলা চলছে সে ক্ষেত্রে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। সেই রায় দেখা ছাড়া কাউন্সেলিং সম্ভব নয়। যদিও দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে দেরি করার জন্য এসএসসির সদিচ্ছার অভাবকেই দায়ী করেছেন চাকরি প্রার্থীরা।