IND vs SA Test: Dean Elger alleged Virat Kohli of splitting get to know

জোহানেসবার্গ: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সম্প্রতি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেই শেষবার মাঠে নেমেছিলেন প্রাক্তন এই প্রোটিয়া বাঁহাতি ওপেনার। এবার বিরাট কোহলিকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করলেন ডিন এলগার। ‘ব্যান্টার উইথ দ্য বয়েজ’ পডকাস্টে তিনি জানালেন যে প্রথমবার যখন তিনি কিং কোহলির মুখোমুখি হয়েছিলেন, বিরাট রীতিমতো তাঁর দিকে থুতু ছিটিয়েছিলেন। 

প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেন, ”ভারতের পিচগুলো সত্যি খুব হাস্যকর। ওখানকার পরিস্থিতিতে খেলা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তবে ঘটনাটা ঘটেছে যখন আমি ব্যাটিং করতে আসি। টিম ইন্ডিয়ার দুই স্পিনার রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন আমার দিকে তাকিয়ে রয়েছিল। বিরাট কোহলিও আমাকে দেখছিল। তবে কোহলি যেন আমার দিকে থুথু ফেলল। এটা দেখে আমি রীতিমতো রেগে যাই এবং ওকে দুটো কথাও শুনিয়ে দি।”

উল্লেখ্য়, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা যখন ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসে, সেই সময়ের ঘটনা এটি। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছিল। টেস্টে ১৩ শতরানের মালিক আরও বলেন, ”সেই সময় এবি ডিভিলিয়ার্স বিরাটের আইপিএল দল আরসিবির সদস্য ছিল। আমি বিরাটকে স্পষ্ট জানাই যে ও যদি কাজটা ফের করে, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সেই সময় কিছু বাক্য বিনিময় হয়, তবে আমি ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছিলাম। কারণ আমরা ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলছিলাম তখন।” 

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে কেপ টাউন টেস্টই দক্ষিণ আফ্রিকার (South Africa Cricket Team) তারকা ক্রিকেটার ডিন এলগারের (Dean Elgar) শেষ ম্যাচ ছিল। এই ম্যাচ শেষে ভারতীয় দলের তরফে এলগারকে এক জার্সি উপহার দেওয়া হয়। সকল ভারতীয় ক্রিকেটারদের সই করা সেই জার্সি দলের তরফে দুই সবথেকে সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) ডিন এলগারের হাতে তুলে দেন। উপহার পেয়ে স্বভাবতই খুশি প্রোটিয়া তারকা ব্যাটার। তাঁকে বিরাট কোহলিকে আলিঙ্গন করতেও দেখা যায়।

ম্যাচ শেষে রোহিত শর্মা কিন্তু এলগারের প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, ‘ও দক্ষিণ আফ্রিকান দলের ভীষণ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। একবার ক্রিজে টিকে গেলে ওকে আউট করাটা খুবই কঠিন। আমদের মধ্যে ম্যাচের আগে এই নিয়ে বিস্তর আলোচনা হয়। যত দ্রুত সম্ভব ওকে সাজঘরে ফেরাতে আমরা বদ্ধপরিকর ছিলাম। ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য যা করছে সেই বিষয়ে আমরা সকলেই অবগত। তাই দারুণ এক কেরিয়ারের জন্য ওকে শুভেচ্ছা এবং আগামীদিনের জন্য অনেক শুভতকামনা।’

 

আরও দেখুন